• facebook
  • twitter
Sunday, 12 January, 2025

স্কোয়াশে সেরা আমার আল্টামিমি ও আনাহাত সিং

পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ভারতের পয়লা নম্বর স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ও রজত চান্দোলিয়া

স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশন অফ ইন্ডিয়া ও এইচসিএল গ্রুপের যৌথ উদ্যোগে পিএসএ লেভেল ইস্টার্ন স্লাম স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনাল খেলা শনিবার হয়ে গেল ক্যালকাটা র‍্যাকেট ক্লাবে। প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৬ আগস্ট থেকে। পুরুষ বিভাগে কোয়েতের আমার আল্টামিমি ০-৭-১১-৩ পয়েন্টে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান। রানার্স আপ হয়েছেন শ্রীলঙ্কার রবিন্দু লাক্সিরি। মহিলা বিভাগে সেরা হন ভারতের আনাহাত সিং। তাঁর সংগ্রহে ৩-১১-১১-১১ পয়েন্ট। রানার্স আপ হয়েছেন ফিলিপিন্সের জেমিকা অরিবাদো। এ বাদেও বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন ভারতের তিলকবীর কাপুর, আরাধনা সিং, মালয়েশিয়ার বিধুরান লুথিয়ান, ভারতের অনিকা কালাঙ্কি, ভারতের লোকেশ সুব্রমণি, আদ্য বুঁধিয়া, উষা নাফিজ, সাংভি বাতার, গুরবীর সিং ও আনাহাত সিং। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন ভারতের পয়লা নম্বর স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল ও রজত চান্দোলিয়া। এবারের প্রতিযোগিতায় ভারত বাদে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইজিপ্ট, কুয়েত, ফিলিপিন্স, ইরান ও বাহারিনের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন।