• facebook
  • twitter
Monday, 25 November, 2024

নির্মাণ সামগ্রী রাখা নিয়ে পুরসভার নয়া নির্দেশিকা

সেই নির্মাণগুলিতে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানানো হবে

Construction material staged on the road in South Calcutta, The Telegraph picture by – Bishwarup Dutta,(05/08/2019)

শহরের রাজপথ থেকে শুরু করে অলিগলিতে বাডি় তৈরির সামগ্রী রাস্তার উপরে জমা হতে দেখা যায় প্রায়ই৷ শহরের একাধিক রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার ফলে প্রায় অবরুদ্ধ হয়ে যায়৷ যার জেরে পথচলতি মানুষ থেকে শুরু করে যান-বাহন চালকরাও নিত্যদিন সমস্যায় পডে়ন৷ এই সম্যসার সমাধানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানান, নির্মাণ সামগ্রী রাস্তায় থাকার জন্য শহরের অনেক জায়গা জলমগ্ন হয়ে যাচ্ছে৷ স্টোন চিপের উপর পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে৷ সেই সব নির্মাণগুলিতে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানানো হবে৷ একতলার উপরে কাজ হলে তখন নির্মাণ সামগ্রী ভিতরে নিয়ে গিয়ে কাজ করতে হবে৷ এদিন শহরের নির্মাণ নিয়ে এসকল নির্দেশিকা লকবুকের মধ্যে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি আরও জানান, কাজ চলাকালীন বিশেষ করে পুরনো নির্মাণগুলি জাল দিয়ে ঘিরে রাখতে হবে৷ যাতে চাঁই কিংবা ধুলো আশেপাশে না ছড়ায়৷