• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘খারাপ-ভাল মিলিয়েই সব’, সিভিক ভলেন্টিয়ার প্রসঙ্গে বললেন ফিরহাদ

আইন, আইনের মতো চলবে৷ অতীতে অনেক জায়গায় পুলিশও অন্যায় করেছে৷ শাস্তিও পেয়েছে সেই অনুযায়ী৷ তার মানে, একটা গোটা সেক্টরকে খারাপ বলা চলে না৷

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সম্প্রতি বহু অভিযোগ উঠে এসেছে৷ এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সব সিভিক ভলেন্টিয়াররা খারাপ নয়৷ প্রতিটা পেশাতেই ভাল-মন্দ মিলিয়ে থাকে৷ দু-একজন সিভিক পুলিশ ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করতেই পারে৷ তাঁরা তো আলাদা নয়৷ সকলেই সাধারণ ঘরের ছেলে৷ তার মধ্যে দুটো ছেলে অন্যায় করলে, অব্যশই শাস্তি হবে৷ কিন্তু তাই বলে সিভিক ভলান্টিয়ার খারাপ, তা নয়৷ আইন, আইনের মতো চলবে৷ অতীতে অনেক জায়গায় পুলিশও অন্যায় করেছে৷ শাস্তিও পেয়েছে সেই অনুযায়ী৷ তার মানে, একটা গোটা সেক্টরকে খারাপ বলা চলে না৷ খারাপ-ভাল মিলিয়েই সব৷’