• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আপাদমস্তক কালো পোশাকে প্রতিবাদ মিছিল কংগ্রসের

মানুষের ভিড় নেহাত কম ছিল না

বুধবার কংগ্রেসকে মিছিল কর্মসূচি করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের সেই নির্দেশ অনুসারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে হাঁটলেন কংগ্রেস কর্মীরা।

এদিন প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরির নেতৃত্বে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা ও নেত্রী এবং কংগ্রেস দলের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী। এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদে আপাদমস্তক কালো পোশাক পরে তাঁদের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। কালো পোশাকে ছিলেন অধীর চৌধুরি এবং দলের অন্যান্য শীর্ষ কর্তারা।

তবে প্রতিবাদের প্রতীক হিসাবেই এই কালো পোশাক পরেন বলে তাঁরা জানিয়েছেন।  এদিন কংগ্রেসের মিছিলে মানুষের ভিড় নেহাত কম ছিল না। কংগ্রেস কর্মীসমর্থকেরা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন কলকাতায় মিছিলে অংশগ্রহণ করার জন্য। মিছিলে কারও হাতে জাতীয় পতাকা, কেউ কালো পোশাকে, কেউ বা দলীয় পতাকা নিয়েই হাঁটলেন। এদিন কংগ্রেসের মিছিল থেকে শাসকদল বিরুদ্ধ স্লোগানও শোনা গিয়েছে ।