• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অ্যাড–হক বোনাসের পর এবার সিভিক  ভলান্টিয়রদের অবসরকালীন ভাতা বৃদ্ধি

ভিলেজ পুলিশও এই সুবিধার আওতায় পড়বেন।

সিভিক ভলান্টিয়রদের অবসরকালীন ভাতা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হল ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবারই এই নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ৬০ বছর পর্যন্ত কাজ করলে এই টাকা পাবেন সিভিক ভলান্টিয়ররা।
কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়রদের অ্যাড হক বোনাস ১৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আগে অ্যাড হক বোনাসের পরিমাণ ছিল ৫ হাজার ৩০০ টাকা। দুর্গাপুজোর আগে সেই বোনাস বেড়ে হয় ৬ হাজার টাকা। ভিলেজ পুলিশও এই সুবিধার আওতায় পড়বেন।

উল্লেখ্য, সম্প্রতি আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক–পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়রকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রতিবাদে উত্তাল দেশ। এই আবহেই পুজোর আগে সিভিক ভলান্টিয়রদের অ্যাড হক বোনাস ও অবসরকালীন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হল।