মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানোর জন্য সকলকে জড়ো হতে বলায় এবং এবিষয়ে প্ররোচনা দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হল। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই পরিকল্পনা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। বুধবার অভিযুক্তদের বাঁশদ্রোণী থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ধৃত ৫ জনের নাম হল শুভম সেন শর্মা, বর্ষা ঘোষ, কৃষ্ণা ঘোষ, অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে অরিজিৎ ও স্বাগত হল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। পুলিশ জানিয়েছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে মেসেজ ও ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর ছক কষা হচ্ছিল। সকলকে জড়ো হতে বলে প্ররোচনাও দেওয়া হচ্ছিল ।
মানুষকে এভাবে প্ররোচিত করে তাঁরা সমাজের স্বাভাবিক অবস্থা নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে। মানুষের মনে অচলাবস্থা সৃষ্টি করাই ওদের উদ্দেশ্য– এমনটাই মনে করছে পুলিশ।