‘যে কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না, কিন্ত্ত ফোঁস তো করতে পারেন৷’, ‘আমরা বলেছিলাম, বদলা নয়, বদল চাই৷ কিন্ত্ত আজ বলছি, যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন৷’ বুধবার তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে দলীয় কর্মীদের এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়৷ মঙ্গলবারের নবান্ন অভিযানকে কার্যত ‘বহিরাগতদের অভিযান’ বলে অ্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী৷ ‘বাংলার লোক হলে কি নবান্ন, রাজভবন চিনত না? আমি তো কাল দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে৷ এরা কারা? এরা কোথা থেকে এসেছে?’ বাইরে থেকে লোক এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে ছেড়ে কথা বলবেন না বলে হুঙ্কার দেন তিনি৷ দিল্লির চেয়ার টলমল করে দেওয়ার হুশিয়ারিও শোনা যায় তাঁর মুখে৷ এদিনের নবান্ন অভিযানে হামলাকারী প্রত্যেকটি দুষ্কৃতীকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানান মমতা৷
আগামী সপ্তাহে স্পিকারের সঙ্গে কথা বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চেয়ে বিশেষ বিল এনে তা রাজ্যপালের কাছে পাঠাবেন তিনি৷ যদি রাজ্যপাল সেই বিলে সই না করেন, তবে মেয়েরা রাজভবনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবে বলে হুঁশিয়ারি দেন মমতা৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীকে নির্যাতন করা অভিযোগ উঠে আসে৷ সেই প্রসঙ্গ টেনে এদিন রাজ্যপালকে ছাত্র সমাবেশের মঞ্চ থেকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷
ধর্ষকের ফাঁসির দাবিতে শনিবার (৩১ আগস্ট) রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে মিছিলের ডাক দেন মমতা৷ রবিবার ব্লকে মহিলাদের মিছিল ও ধর্না অভিযানের ঘোষণা করেন তিনি৷ ধর্ষকের মৃত্যুদন্ড চেয়ে সোচ্চার হতে জনসাধারণকে আহ্ববান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী৷
মমতা এদিন আরও বলেন, ‘বিজেপির মতো অত্যাচারী, অহঙ্কারী, চক্রান্তকারী, আমি দেখিনি৷ প্রধানমন্ত্রী শুধু এজেন্সি লাগিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেননি৷ গতকাল ওরা লাশ চেয়েছিল৷ কিন্ত্ত পুলিশ সংযত থেকে ধৈর্য্য দেখিয়েছে৷ পুলিশকে স্যালুট৷ ঘটনা দুর্ভাগ্যজনক, চেয়েছিলাম ফাস্ট ট্র্যাকে নিয়ে গিয়ে ফাঁসি দিতে৷ ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে ৭ দিনে ফাঁসি দিতাম৷’
আরজি করে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধষর্ণের ঘটনার প্রতিবাদে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকেও (মঙ্গলবার) জুনিয়র ডাক্তারদের মিছিল রয়েছে৷ আমি প্রথম দিন থেকেই ওঁদের সমর্থন করে আসছি৷ তবে অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন৷ গরিবেরা কোথায় যাবে? সুপ্রিম কোর্টও প্রত্যেককে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে৷ জুনিয়ার ডাক্তাররা অনেক পরিষেবা দেন৷ এবার আপনারা কাজে ফিরুন৷ আপনারা আন্দোলন করেছেন, কিন্ত্ত আমরা কোনও ব্যবস্থা নিইনি৷ আমি আপনাদের কথা দিচ্ছি, কোনও ব্যবস্থা নেব না৷ কিন্ত্ত এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন৷’
এ আই ব্যবহার করে সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ দলের নেতাকর্মীদের তাই মমতার নির্দেশ, সমাজ মাধ্যমে সক্রিয় হতে হবে তাঁদের৷ ভুয়ো খবর ও তথ্য প্রচার আটকাতে হবে৷