• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

নবান্ন অভিযানে ইটের আঘতে জখম, দৃষ্টিশক্তি হারালেন পুলিশ সার্জেন্ট দেবাশিস

তিনি বাম চোখে কিছু দেখতে পাচ্ছেন না বলে জানান

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷ পুলিশের লাঠিচার্জে জখম হন বহু বিক্ষোভকারী৷ আবার বিক্ষোভকারীরাও পালটা ইট-পাটকেল ছুঁড়ে জখম করেছিল একাধিক পুলিশ কর্মীকে৷ এদিন হেস্টিংসে কর্তব্যরত ছিলেন দেবাশিস চক্রবর্তী নামে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট৷ ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হয় তাঁর৷ ইএসডি ডিভিশনে কর্মরত ছিলেন তিনি৷ বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়৷ তারপরই চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিস বাবু সারাজীবনের মতো বাম চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন৷

হেস্টিংসে কর্তব্যরত অবস্থায় বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাত লেগে বাঁ চোখে গুরুতর আঘাত পাওয়ার পর দেবাশিসকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাম চোখে কিছু দেখতে পাচ্ছেন না বলে জানান৷ রাতেই এসএসকেএম থেকে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে৷

তবে শুধু সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী নন, আনন্দপুর থানার ওসি সুমন কুমার দে সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক গুরুতর আহত হয়েছেন এই ঘটনায়৷ তাঁদের সকলকেই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷