• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পাইপলাইনে ত্রুটি, হলদিয়ার কারখানায় ছড়িয়ে পড়ল অশোধিত তেল

পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়াররা

হলদিয়ায় তেল ট্যাঙ্কার লিক করে বড়সড় দুর্ঘটনা। বুধবার সকালে হলদিয়ার চিরঞ্জীবপুর অঞ্চলের এই ঘটনায় একটি তেল কারখানার পাইপলাইন ফেটে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়তে থাকে। হলদিয়া বন্দর সংলগ্ন বেসরকারি এই তেল কারখানায় দুর্ঘটনাটি ঘটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে, হলদিয়া বন্দরের ডক থেকে অশোধিত তেল পাঠানো হচ্ছিল কারখানার শোধনাগারে। হঠাৎই দেখা যায়, তেল ছড়িয়ে পড়ছে চারপাশে। পাইপলাইনে কিছু ত্রুটির জন্য এই ঘটনা ঘটে। যার কারণে ছড়িয়ে পড়তে থাকে তেল। এলাকার মানুষজন জানতে পেরে জটলা করতে থাকেন কারখানার আশেপাশে। অনেকে তেল সংগ্রহ করার চেষ্টাও চালাতে থাকেন। কারখানার লোকেরা দুর্ঘটনার কথা জানতে পেরে শীঘ্রই পৌঁছন ঘটনাস্থলে।

কারখানা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, খবর পাওয়া মাত্রই জাহাজ থেকে তেল পাঠানো বন্ধ রাখা হয়। তবে, এখনও স্পষ্টভাবে জানা যায়নি মোট কত টন তেল নষ্ট হয়েছে।কীভাবে দুর্ঘটনাটি ঘটল, আদৌ কোনওরকম অন্তর্ঘাতের ব্যাপার ছিল কিনা, কিছুই জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সমস্তটাই খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়াররা।