উত্তরপ্রদেশে নাম বদলের উদাহরণ এই প্রথম নয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে ইতিহাস প্রসিদ্ধ এলাহাবাদ, মুঘলসরা স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছিল। এলাহাবাদের পরিবর্তে প্রয়াগরাজ, এবং মুঘলসরাই রেলওয়ে জংশনের পরিবর্তে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছিল। এর আগেও একাধিকবার বহু গুরুত্বপূর্ণ রাস্তা, জায়গা ও শহরের নাম পরিবর্তন করা হয়েছে। একই ভাবে দিল্লিতেও কয়েকটি রাস্তার নাম বদল হয়েছে।