• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

বনধে ভাটপাড়ায় অশান্তি! অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতার গাড়িতে গুলি

অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে সাতসকালে চলল গুলি

বিজেপির ডাকা বনধে অশান্তির ছবি রাজ্যের নানা প্রান্তে। সকাল থেকে পথে নেমে বাস-ট্রেন আটকাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। বনগাঁ, হুগলি, গোচরণের মত বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধও হয়। শিলিগুড়িতে স্কুল বাস আটকে পড়ুয়াদের নামিয়ে দেন বিজেপির নেতারা। আর এবার বনধের দিন গুলি চালানোর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়।

একটি চার চাকার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় এক জন আহত হয়েছেন বলে খবর। তাঁকে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গুলি চালানোর ঘটনায় অর্জুন তৃণমূলের দিকে আঙুল তুলেছেন।

Advertisement

অর্জুন বলেন, রবি সিংহ নামে আমাদের দলের এক কর্মী আহত হয়েছেন। রবিরা আমার বাড়ি আসছিলেন। ঘোষপাড়া মোড়ের কাছে তাঁর গাড়ি আটকানো হয়। তার পর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এটা পরিকল্পিত হামলা। বিজেপি নেতা অর্জুনের অভিযোগ, মোট ৭ রাউন্ড গুলি চলেছে। হামলাকারীরা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গী। অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি অর্জুন ঘনিষ্ঠ বিজেপির যুবনেতা প্রিয়াঙ্গু পাণ্ডের। বুধবার সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোন তিনি। ঘোষপাড়া মোড়ে পুরসভার গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি কমাতেই তাঁর ওপর হামলা হয়। হামলার গোটা ঘটনা সোশাল মিডিয়ায় লাইভ করেন গাড়িতে থাকা এক পুলিশকর্মী। সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানান বারাকপুরের প্রাক্তন সাংসদ।

Advertisement