মঙ্গলবারের নবান্ন অভিযান কখনও বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না বলে দাবি করল পুলিশ। এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল। কিন্তু আমরা একটি অশান্তিপূর্ণ আন্দোলন দেখলাম। এই আন্দোলন কখনও বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না।’
পাশাপাশি এই অভিযানকে ‘বিশৃঙ্খল তাণ্ডব’ বলে অভিহিত করে পুলিশ। এই আন্দোলন দুষ্কৃতীদের আন্দোলন বলেও দাবি করা হয়। এদিন সুপ্রতিম আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে। যাতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয়। আমাদের সেই আশঙ্কা অনেকটা সত্যি হয়েছে।’
উল্লেখ্য, এদিনের নবান্ন অভিযান থেকে মোট ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।