বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেন, ‘অনেক ফেক ভিডিয়ো, গুজব, ভুল বোঝানোর মতো বিষয় দেখতে পাচ্ছি। মিডিয়া রিপোর্টে লেখা হয়েছে ফরাক্কা ব্যারাজ থেকে ১১ লক্ষ কিউসেক জল গঙ্গায় বা পদ্মায় ছাড়া হয়েছে। কিন্তু এটা তো প্রতি বছরই হয়। বর্ষায় জলস্তর এমনিই বেড়ে যায়। ফরাক্কা তো ড্যাম নয়, ব্যারাজ। নির্দিষ্ট স্তরের পর জল তো বয়ে যাবেই। প্রোটোকল মেনে জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের আধিকারিকের সঙ্গে ডেটাও ভাগ করা হয়। এবারও তার অন্যথা হয়নি।’