• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইউনুসের বার্তা বাংলাদেশের ছাত্র-জনতা যেদিন চাইবে বিদায় অন্তবর্তী 

ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মুহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে দেশের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারপর কেটে গিয়েছে ১৪ দিন। আর ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, স্থায়ী সরকার কবে পাবে সে দেশের মানুষ। এই প্রশ্নের জবাবে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস।  এদিন ইউনুস বলেন, বাংলাদেশের

ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মুহম্মদ ইউনুসের তত্ত্বাবধানে দেশের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তারপর কেটে গিয়েছে ১৪ দিন। আর ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, স্থায়ী সরকার কবে পাবে সে দেশের মানুষ। এই প্রশ্নের জবাবে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস।  এদিন ইউনুস বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা যেদিন চাইবেন, বিদায় নেবে বর্তমান অন্তবর্তী সরকার। একইসঙ্গে তিনি জানান, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে।

৮ অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনুস। এই প্রথম দেশের মানুষের উদ্দেশে বার্তা দেন তিনি। এদিন ঐক্যের কথাও বলেন ইউনুস। তাঁর কথায়, “আমি জাতীয় ঐক্যে বিশ্বাস করি। এ জন্য সরকার কাজ করবে। কৃষির উন্নয়নে কাজ করবে সরকার। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের দ্যাম দাম পান তা নিশ্চিতে কাজ করবে। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। কমিশন যে কোনও সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখাও এই সরকারের লক্ষ্য।”