• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ইংল্যান্ডের বিরুদ্ধে বল চুরি করার অভিযোগ শ্রীলঙ্কার

হঠাৎই দেখা যায় নতুন বল নিয়ে খেলা শুরু করছে ইংল্যান্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে জয় পেয়েছে। ইংল্যান্ড দলের উইকেটরক্ষক জেমি স্মিথ দারুন পারফর্ম করেন। তবে প্রথম টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে জালিয়াতির অভিযোগ আনলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার এঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান খেলার তৃতীয় দিনে সর্বোচ্চ রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন। শ্রীলঙ্কার ইনিংস চলাকালীন মাঝপথে বল পরিবর্তন করে বলে ইংল্যান্ড দলের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়। হঠাৎই দেখা যায় নতুন বল নিয়ে খেলা শুরু করছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। অর্থাৎ ইংল্যান্ডের রান সংখ্যাকে চ্যালেঞ্জ জানানো কঠিন হয়ে যায় শ্রীলঙ্কার পক্ষে।

নিয়ম অনুসারে নির্দিষ্ট ওভার শেষ হওয়ার আগে বল খেলার মতো না থাকলে, নতুন বল নেওয়া যায়। তখন লাইক-আনলাইক রিপ্লেসমেন্ট বল নিয়ে আসতে হয়। তাই শ্রীলঙ্কার অভিযোগ, এই নিয়ম মানা হয়নি। নতুন বল নেওয়ার পরেই ইংল্যান্ডের দ্রুতগামী বোলারদের বল করতে ডাকা হয়। তাঁদের আক্রমণে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বড় রানের দিকে পৌঁছতে পারেননি। ম্যাচটা হারতে হয় শ্রীলঙ্কাকে। এদিকে এঞ্জেলো ম্যাথিউস বলেছেন, ইংল্যান্ড দলের কাছে খুব বেশি পুরনো বল ছিল না। নতুন বল ব্যবহারে খেলার চেহারা বদলে দেয়। বল সুইং করতে শুরু করে এবং দুর্ভাগ্যের শিকার হতে হয়।