• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নয়া পেনশন নীতিতে সিলমোহর দিল কেন্দ্র সরকার

নয়া পেনশন নীতিতে সিলমোহর দিল কেন্দ্র সরকার। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড  পেনশন স্কিম। মন্ত্রীর দাবি , কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে।

নয়া পেনশন নীতিতে সিলমোহর দিল কেন্দ্র সরকার। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড  পেনশন স্কিম। মন্ত্রীর দাবি , কেন্দ্রের এই নতুন প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে।

নয়া পেনশন নীতি অনুযায়ী, এখানে চাকরির মেয়াদের উপর নির্ভর করবে পেনশনের অঙ্ক। নয়া পেনশন নীতি অনুযায়ী, কোনও কর্মী যদি ২৫ বছর পর্যন্ত চাকরি করেন, সেক্ষেত্রে অবসরের আগের ১২ মাসে তিনি বেসিক-পে যা পেতেন তার ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। নয়া নিয়মে যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তখন সেই কর্মী মৃত্যুকালীন সময়ে যে পেনশন পেতেন তার ৬০ শতাংশ পাবেন মৃতের পরিবারের সদস্য। এছাড়াও যদি কেউ ১০ বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে ১০ হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন তিনি।
 
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় সরকারের ২৩ লক্ষ পেনশনভোগী কেন্দ্রের এই নয়া পেনশন নীতির সুবিধা পাবেন। তবে কর্মীরা চাইলে ন্যাশনাল পেনশন স্কিম  ও ইউনিফায়েড পেনশন স্কিম -এর মধ্যে যে কোনও বিকল্প নিতে পারেন। বর্তমানে যিনি ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন চাইলে তিনিও ইউনিফায়েড  পেনশন স্কিমের আওতায় আসতে পারেন।