• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নীরবের শোরুম গুলিতে তল্লাশি অব্যাহত

নিজস্ব সংবাদদাতা- ২৪ ঘন্টা পরেও পিএনবি কান্ডে সল্টলেক, নিউটাউন সহ শহরের ৬ জায়গায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) অভিযান অব্যাহত। প্রসঙ্গত, রবিবার দেশের ৪৫টি জায়গার সাথে সাথে কলকাতাতেও নীরব মোদি ও তার মামা মেহুল চোকসির বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে বেশ কিছু নথি ও ২৫ কোটি টাকার হীরের গয়না বাজেয়াপ্ত করেছে। সোমবারেও সল্টলেক ও নিউটাউনের নক্ষত্র ও গীতাঞ্জলি

নীরবের শোরুম গুলিতে তল্লাশি অব্যাহত

নিজস্ব সংবাদদাতা- ২৪ ঘন্টা পরেও পিএনবি কান্ডে সল্টলেক, নিউটাউন সহ শহরের ৬ জায়গায় এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) অভিযান অব্যাহত।

প্রসঙ্গত, রবিবার দেশের ৪৫টি জায়গার সাথে সাথে কলকাতাতেও নীরব মোদি ও তার মামা মেহুল চোকসির বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে বেশ কিছু নথি ও ২৫ কোটি টাকার হীরের গয়না বাজেয়াপ্ত করেছে।

সোমবারেও সল্টলেক ও নিউটাউনের নক্ষত্র ও গীতাঞ্জলি শোরুম গুলিতে সিবিআই ও ইডির হানা অব্যাহত। ইডি সূত্রে খবর, এদিনও শোরুমের ম্যানেজার, কোষাধ্যক্ষকে জেরা করা হয়।

নথি উদ্ধের করার পাশাপাশি হীরে কেনা-বেচার হিসেবও খতিয়ে দেখা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে শোরুমে পাওয়া হার্ডডিস্ক। কাগজপত্র থেকে সম্পত্তির হিসেব নির্ধারনের চেষ্টা করা হচ্ছে।

তদন্তকারীরা সোমবারও বেশ কয়েক কোটি টাকার হীরের গয়না বাজেয়াপ্ত করে। তার মধ্যে দক্ষিণ কলকাতার একটি শোরুম থেকে প্রায় ৩ কোটী টাকা মূল্যের গয়নাও রয়েছে।

সল্টলেক ও দূর্গাপুরের শোরুম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। শোরুমগুলির সম্বন্ধেও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিন গভীর রাত পর্যন্ত চলে তদন্ত অভিযান।