• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের পিছিয়ে গেল কেজরির জামিন মামলা

আগামী ৫ সেপ্টেম্বর জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট

সিবিআইকে কারণ জানানোর সময় বেঁধে দিল শীর্ষ আদালত   

ফের পিছিয়ে গেল আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলা। সিবিআইয়ের হলফনামা হাতে পাওয়ার পর আগামী ৫ সেপ্টেম্বর জামিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি  শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ তরফে কেজরিওয়ালকে কেন গ্রেফতার করা হয় সেই  কারণ দর্শানোর জন্যও  সিবিআইকে সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পাওয়ার পর অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এস.ভি. সিবিআইয়ের তরফে জবাব দাখিলের জন্য এক সপ্তাহ সময় চেয়ে নেন ।আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। লোকসভা নির্বাচনের সময় সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিনে কয়েকদিন বাইরে ছিলেন কেজরিওয়াল। ভোট মিটতেই আদালতের নির্দেশ মেনে গত ২ জুন ফের জেলে ফিরতে হয় কেজরিওয়াকে।

ইতিমধ্যে ইডির মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জেলে থাকাকালীনই আবগারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে এদিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়ালের আইনজীবী।মামলা রুজুর ১০ মাস পর কেন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল, এদিন আদালতে সেই প্রশ্ন তোলেন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপরই শীর্ষ আদালত গ্রেফতারের কারণ জানতে চেয়ে সিবিআইকে সময় সীমা বেঁধে দিয়েছে।