বোর্ডের পরীক্ষায় অকৃতকার্য ৬৫ লক্ষ পড়ুয়া। বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ডের ২০২৩ সালের পরিসংখ্যান নিয়ে এমনই বিস্ফোরক বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ডগুলোতেই অকৃতকার্যের হার বেশি। গোটা দেশের মোট ৫৯টি বোর্ডের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয় । এর মধ্যে ৫৬টিই রাজ্য পরিচালিত বোর্ডের পরীক্ষা। বাকি তিনটি সর্বভারতীয় বোর্ডের তথ্য নিয়ে এই রিপোর্ট পেশ করা হয়েছে ।