• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ফের ছুটছে শেয়ারবাজার, ৩০ হাজার পৌঁছল সেনসেক্স, ১১ হাজার ৬৫০ পেরলো নিফটি

ফের ছুটছে শেয়ারবাজার। সেনসেক্স চড়ল ১,৩৩১ পয়েন্ট। পাল্লা দিয়ে চড়েছে নিফটিও। নিফটির সুচক চড়েছে ৩৯২.১৫ পয়েন্ট।

বোম্বে স্টক এক্সচেঞ্জ (File Photo IANS)

ফের ছুটছে শেয়ারবাজার। সেনসেক্স চড়ল ১,৩৩১ পয়েন্ট। পাল্লা দিয়ে চড়েছে নিফটিও। নিফটির সুচক চড়েছে ৩৯২.১৫ পয়েন্ট। সােমবার সকালে বাজার খুলতেই উধর্বমুখী হয় সেনসেক্সের সুচক। ৩.৫০ শতাংশ চড়ে সুচক পৌঁছে যায় ৩৯,৩৪৬.০১-এ। নিফটির সূচক ৩.৪৮ শতাংশ চড়ে পৌঁছয় ১১,৬৬৬.৩৫ শতাংশে।

৩০ শেয়ারের বম্বে স্টক এক্সচেঞ্জের সুচকে সবচেয়ে লাভবানদের তালিকায় আছে আইটিসি, এল অ্যান্ড টি, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার ও মারুতি।

শুক্রবার কেন্দ্রীয় সরকার কর্পোরেট করে ছাড় ঘােষণার পর থেকেই চাঙা হয়ে উঠেছে শেয়ারবাজার। দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট করের হার কমানাের জেরে ২০০০ পয়েন্ট ওঠে সেনসেক্স। সেদিন সকাল ৯.৩০ নাগাদ সেনসেক্স ১১৯.২৭ পয়েন্ট অর্থাৎ ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬,২১২.৭৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ২৩.৯০ পয়েন্ট অর্থাৎ ০.২২ শতাংশ উঠে পৌঁছয় ১৯,৭২৮.৭০ পয়েন্টে।

সকাল ১১টা নাগাদ সেনসেক্স আরও কিছু বেড়ে ১,৮০০ পয়েন্টে ওঠে। পরে তা ১৯০০ পয়েন্টও অতিক্রম করে। শুক্রবার অর্থনতিকে চাঙা করতে কর্পোরেট মহলকে খুশি করার রাস্তা বেছে নেন অর্থমন্ত্রী। ঘোষণা করেন, কমানাে হচ্ছে কর্পোরেট কর। কর্পোরেট কর কমিয়ে ২২ শতাংশ করা হচ্ছে। সারচার্জের পর যা দাঁড়াবে ২৫.১৭ শতাংশ।

অর্থমন্ত্রীর ঘােষণায় খুশি শিল্পমহল। বাজার বিশেষজ্ঞদের মতে, কর হ্রাস করার সিদ্ধান্ত সহ অর্থনীতি চাঙা করার একাধিক সরকারি পদক্ষেপের জেরে প্রভাবিত হয়েছেন বিনিয়ােগকারীরা। চলতি বছরে পর পর ৪টি কর হ্রাসের সিদ্ধান্তের পরেও গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন আরও সদর্থক পদক্ষেপের অবকাশ রয়েছে।