• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

টানা চারদিন, মঙ্গলবার ফের আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে তলব করল সিবিআই

সোমবার প্রায় ১২ ঘণ্টা সিজিওতে ছিলেন সন্দীপ ঘোষ

আর জি কর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে ফের তলব করল সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার থেকে টানা সিবিআইয়ের প্রশ্নের মুখে বসতে হচ্ছে তাঁকে। আজ, মঙ্গলবার আবারও তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সিটি।

এদিকে সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগের তদন্ত করার জন্য সোমবার সিট গঠন করে কলকাতা পুলিশ। একমাসের মধ্যে রিপোর্ট দেবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট।

আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যর তদন্ত কমিটি (সিট) গঠন করা হয়েছে। সেই বিশেষ তদন্তকারী দলে প্রণব কুমার ছাড়াও রয়েছেন – ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পাওয়ার পর থেকে জোরদার তদন্ত শুরু করেছে সিবিআই। শুধু প্রাক্তন অধ্যক্ষই নন, আর জি করের গ্রুপ সি, গ্রুপ ডি’র পদমর্যাদার একাধিক কর্মীকে জেরা করেছে সিবিআই। ঘটনার রাতে যারা কর্তব্যরত ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছে সিবিআই।

তদন্তের স্বার্থে বেশ কিছু পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। তদন্তভার হাতে পাওয়ার পর থেকে বেশ কয়েকবার আর জি করে গিয়েছে সিবিআই। সোমবার হাসপাতালের সেমিনার রুমে থ্রিডি স্ক্যানিং করে তারা। ঘটনাস্থলে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ মিলেছে বলে খবর।

সপ্তাহ খানেক আগে আর জি কর হাসপাতালে এক ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। হাসপাতালের সেমিনার কক্ষ থেকে ওই ট্রেনি চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। হত্যার আগে তাঁকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় জড়িত সন্দেহে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। জেরার সে দোষ কবুলও করে।

প্রাথমিকভাবে কলকাতা পুলিশ ঘটনার তদন্ত চালালেও দিন কয়েক আগে ধর্ষণ-খুব কাণ্ডের তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত চলাকালীনই আবার আর জি করে ভাঙচুরের ঘটনা ঘটে।

‘রাত দখল’ কর্মসূচি চলাকালীন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলা চালায় একদল দুষ্কৃতী। গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমে ভাঙচুর চলানো হয়।

আর জি করের পুলিশ ফাঁড়ি এবং আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনাস্থলে কিছু পুলিশকর্মী উপস্থিত থাকলেও প্রাথমিকভাবে তারা কিছু করে উঠতে পারেননি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র‌্যাফও।

ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়ি। দুষ্কৃতীদের ছোঁড়া ইটে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। দুটি ঘটনায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।