• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

১৮-মাসের বেশি গৃহবন্দি নয়, ওমর আবদুল্লাহ-মেহবুবা মুফতিরা পাচ্ছেন মুভি-জিম

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলােপের সময় থেকে গৃহবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ একাধিক রাজনীতিবিদ।

ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি (File Photo: Twitter/@ashoswai)

কাশ্মীরি রাজনীতিবিকদের ১৮-মাসের বেশি গৃহবন্দি রাখবেনা কেন্দ্র। আজ এই কথা জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর দাবি, গৃহবন্দি নয়, রাজনীতিবিদদের রাখা হয়েছে গৃহের অতিথি হিসেবে। তাঁরা মুভি-জিম সব কিছুই পাচ্ছেন।

মন্ত্রীর কথায় ভিআইপি বাংলােয় রাখা হয়েছে কাশ্মীরের রাজনীতিবিদদের। তাঁদের হলিউডির ছবির সিডি দেওয়া হয়েছে। জিম করার সুবিধে দেওয়া হয়েছে। তাঁরা গৃহবন্দি অবস্থায় নেই, তারা গৃহের অতিথি। তিনি আরাে বলেন, কাশ্মীরের এই রাজনীতিবিদদের ১৮মাসের বেশি গৃহবন্দি করে রাখা হবে না।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মন্ত্রী বলেন, পিওকে আমাদের। আর জম্মু কাশ্মীরের সীমান্ত ঠিক করার ব্যাপারে আমরা দায়বদ্ধ। ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলােপের সময় থেকে গৃহবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ একাধিক রাজনীতিবিদ। বর্হিবিশ্বের সঙ্গে তাঁদের সমস্ত যােগাযােগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গত ২ মাস ধরে।