• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মুম্বইয়ে মহিলা চিকিৎসককে হেনস্থা

গেরুয়া রাজ্যেও মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে

আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য থেকে দেশ। এরই মধ্যে ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্রে এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল। মুম্বইয়ের সিওনে ঘটনাটি ঘটেছে। তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও হুমকির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, রবিবার সাত সকালে সিওনের ওই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এক রোগী। তাঁর সঙ্গে পাঁচ ছয়জন যুবকও আসে। তারা সকলেই ওই রোগীর পরিবারের সদস্য। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় আসেন। সেখানে চিকিৎসা করাতে এসে ওই মহিলা চিকিৎসককে গালিগালাজ ও হেনস্থা করে বলে অভিযোগ। তাঁকে হুমকিও দেওয়া হয়। এমনকি রোগী ও পরিবারের সদস্যরা তাঁর পোশাক ধরে টানা হেঁচড়া করে বলে অভিযোগ ওঠে। ঘটনায় ওই চিকিৎসকের শরীরে আঘাত লাগতেই তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হতেই অভিযুক্তরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় দেশ। বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। এই ঘটনার প্রেক্ষিতেই চিকিৎসকদের দাবি, কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নেই। দ্রুত সেই বিষয়ে ভাবুক রাজ্য কিংবা কেন্দ্র সরকার। এমনটাই দাবি চিকিৎসকদের। কর্ম পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা। এর মাঝেই ফের চিকিৎসকদের হেনস্থার ঘটনা ঘটল মহারাষ্ট্রে। যা নিয়ে গেরুয়া রাজ্যেও মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।