আইএফএ পরিচালিত বিভিন্ন ডিভিশনের ফুটবল খেলা চলছে কলকাতা ময়দানে। ফুটবলের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে, এমন ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল, খেলার উপযোগী করে তোলা হবে প্রতিটি খোলা মাঠকে। কিন্তু সেইসব মাঠগুলির করুণ অবস্থা দেখলে সবাই হতবাক হয়ে যাবেন। বলা হচ্ছে তরুণ ফুটবলারদের তুলে আনার জন্য বয়সভিত্তিক ফুটবল লিগ করা হয়েছে। কিন্তু যে মাঠে খেলাগুলি হচ্ছে, তা কোনওভাবেই খেলার উপযোগী নয়। তবুও জোর করে খেলানো হচ্ছে।
দেখা যাচ্ছে, কর্নার ফ্ল্যাগ যেখানে রয়েছে, তার চারপাশে বড় বড় ঘাস রয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় এবড়ো খেবড়ো অবস্থা রয়েছে। সেখানে বল নিয়ে দুই দলের ফুটবলাররা যখন কাড়াকাড়ি করছেন, তাতে চোটআঘাত পেয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। এদিকে বলা হচ্ছে, বড় দলের মতো অন্যান্য ডিভিশনের খেলোয়াড়দের প্রতি বিশেষ নজর রাখা হবে। তাঁদের প্রতি যদি নজরই থাকে, তাহলে কোনওভাবেই এই ধরনের মাঠে খেলা দেওয়া উচিত নয়। মাঠে চুনের দাগ দেখা যায় না। কর্নার করতে গিয়ে খেলোয়াড়রা অসুবিধার মধ্যে পড়ছেন, তবুও খেলা চলছে। আইএফএ’র কর্মকর্তাদের উচিত তরুণ ফুটবলারদের কথা ভেবে ভালো মাঠে খেলা দেওয়া।