• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বগটুই গণহত্যা: আদালতে অভিযুক্তদের চিনতে পারলেন না স্বজনহারারা

বগটুই গণহত্যা মামলার সাক্ষ্যে হতাশ সিবিআই

সময়ের পরিবর্তনের সাথে সাথে আদালতে মামলার সাক্ষ্যে সাক্ষীদের বয়ানে আমূল পরিবর্তন ঘটে যাওয়ায় হতাশ মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ২০২২ সালের ২১ মার্চ রাত ৮ টা ৪৫ মিনিটে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে গুলি করে ও বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান বগটুই গ্রামের তৃণমূল কংগ্রেসের শেখ ভাদুকে। ঘাতকবাহিনী মোটরবাইকে এসে শেখ ভাদুকে খুন করে পালিয়ে যায়। আর শেখ ভাদুকে খুনের বদলা নিতে ওই রাতেই শেখ ভাদুর অনুগামীরা বগটুই গ্রামে ব্যাপক বোমাবাজি করে এবং রামপুরহাটের একটি পেট্রোল পাম্প থেকে ক্যানভর্তি করে পেট্রোল টোটোয় চাপিয়ে নিয়ে আসে বগটুই গ্রামে। সেখানে শেখ মিহিলালের ঘরে প্রাণভয়ে আশ্রয় নেওয়া মানুষদের ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মহিলা, শিশু-সহ ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। হাড় হিম করা এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় দেশ ছেড়ে বিদেশেও। সমগ্র ঘটনা নিয়ে রাজনৈতিক তর্জাও শুরু হয়ে যায়। এই হত্যাকাণ্ডের পরে ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে এসে মৃতদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি এবং এক বছর ধরে মাসিক ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, পুড়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণের জন্য ২ লক্ষ টাকা, আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা করে দেন।

সিট গঠন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতা হাইকোর্ট মামলার তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। সিবিআই রামপুরহাটে একটি অস্থায়ী শিবির খুলে তদন্ত শুরু করে এবং পর্যায়ক্রমে সিবিআই ২৬ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক শেখ ছোট লালনকে সিবিআই ওই বছর ৪ ডিসেম্বর গ্রেফতার করে নিয়ে আসে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় থেকে। আদালতের নির্দেশে শেখ ছোট লালন সিবিআই হেফাজতে থাকার সময়ই বাথরুম থেকে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হলে তোলপাড় শুরু হয়ে যায়। এই মামলার অপর অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের তৎকালীন রামপুরহাট-১ ব্লক সভাপতি আনারুল হোসেনও গ্রেফতার হন। এই ঘটনায় স্বজনহারা শেখ মিহিলাল প্রথম থেকেই ২০২২ সালের ২১ মার্চ রাতে কারা কারা ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে দিয়ে তাঁর পরিবারের ১০ জনকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছেন তার বর্ণনা দিয়েছেন।

এবার রামপুরহাট ফাস্ট ট্রাক আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সন্দীপ কুণ্ডুর এজলাসে ১২ ও ১৩ আগস্ট বগটুই গণহত্যাকাণ্ডের সাক্ষ্যগ্রহণে ঘটনার মূল সাক্ষী স্বজানহারা শেখ মিহিলাল এবং তাঁর দুই ভাই শেখ শেখলাল ও শেখ বানিরুলের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তাঁরা এজলাসে হাজির অভিযুক্তদের কাউকে ঘটনার রাতে দেখেননি বলে সাক্ষ্য দেন। এই মামলায় শেখ ফটিক, শেখ নেকলাল এবং ঘটনায় নিহত আতাহারা বিবির মেয়ে খুশি খাতুন সাক্ষ্য দেন। স্বজনহারা শেখ মিহিলাল এবং তাঁর দুই ভাই শেখ শেখলাল ও শেখ বানিরুল অবশ্য এ ব্যাপারে আদালতের বাইরে কোনও মন্তব্য করেননি। অপরদিকে সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেছেন, এই তিন ভাই-ই বগটুই গণহত্যাকাণ্ডের পরে নিজেদের পরিবারের লোকজনদের ঘরের মধ্যে ভরে জীবন্ত পুড়িয়ে মারা, বোমা মারা, আগুন জ্বালানোর কথা বলেছেন। অথচ এই তিন ভাই-ই এজলাসে বিচারকের সামনে অভিযুক্তদের চিনতে পারেননি এবং ঘটনার রাতে দেখেননি বলেছেন। তাই সিবিআইয়ের আইনজীবী হতাশার সুরে বলেছেন, তিনজন সাক্ষী-ই যদি বিরূপ হয়ে যান তাহলে আমাদের কিছু করার নেই। আমরা ওই তিনজনকেই ‘বিরূপ’ সাক্ষী হিসেবে ঘোষণা করেছি।