• facebook
  • twitter
Friday, 22 November, 2024

লগ্নির তিন মাসেই তোলা যাবে টাকা

ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) এবং গৃহঋণ সংস্থাগুলির জন্য একাধিক নতুন নিয়ম আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক। যার মধ্যে টাকা জমার পরে লগ্নিকারীকে তিন মাসের মধ্যে তা তোলার সুযোগ দেওয়ার সঙ্গেই গৃহঋণ সংস্থাগুলিকে বাধ্যতামূলক ক্রেডিট রেটিং করানোর কথাও বলা হয়েছে। সব নিয়ম ১ জানুয়ারি থেকে চালু হবে। সোমবার আরবিআই জানিয়েছে, এনবিএফসিগুলিতে আমানত জমা দেওয়ার পরে জরুরি

ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) এবং গৃহঋণ সংস্থাগুলির জন্য একাধিক নতুন নিয়ম আনল রিজ়ার্ভ ব্যাঙ্ক। যার মধ্যে টাকা জমার পরে লগ্নিকারীকে তিন মাসের মধ্যে তা তোলার সুযোগ দেওয়ার সঙ্গেই গৃহঋণ সংস্থাগুলিকে বাধ্যতামূলক ক্রেডিট রেটিং করানোর কথাও বলা হয়েছে। সব নিয়ম ১ জানুয়ারি থেকে চালু হবে।

সোমবার আরবিআই জানিয়েছে, এনবিএফসিগুলিতে আমানত জমা দেওয়ার পরে জরুরি কারণে তিন মাসের মধ্যে পুরো টাকাই তোলা যাবে। জরুরি না হলে তোলা যাবে মূল টাকার ৫০% বা ৫ লক্ষ টাকার মধ্যে যেটা কম, সেটা। তবে এতে সুদ মিলবে না। এ ক্ষেত্রে জরুরি অবস্থার সংজ্ঞা নির্ধারিত হবে বিমা নিয়ন্ত্রকের নিয়মের ভিত্তিতে। তবে সাধারণ ভাবে কঠিন রোগের চিকিৎসা বা সরকার ঘোষিত প্রাকৃতিক দুর্যোগের কারণে হওয়া ক্ষতি বিচার্য হবে। সেই সঙ্গে সাধারণ ক্ষেত্রে আমানতের মেয়াদ শেষের ১৪ দিন আগে লগ্নিকারীকে সে বিষয়ে জানাতে হবে, এখন যা দু’মাস।

পাশাপাশি, যে সব গৃহঋণ সংস্থা সাধারণের থেকে আমানত সংগ্রহ করে, তাদের মোট আমানতের কমপক্ষে ১৫% নগদ হিসেবে হাতে রাখতে হবে। এখন যা ১৩%। তারা যে আমানত সংগ্রহ করবে, তা ১২ বা সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে লগ্নিকারীকে ফেরত দিতে হবে। নথিবদ্ধ নয় এমন সংস্থার শেয়ারে লগ্নির ক্ষেত্রে এনবিএফসিগুকে যে নিয়ম মানতে হয়, এখন থেকে গৃহঋণ সংস্থাগুলিকেও তা মানতে হবে।