ট্রাইয়ের তরফে সাফ জানানো হয়েছে, কেউ যদি ব্যক্তিগত নম্বর টেলি মার্কেটিং বা প্রোমোশনাল কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে ২ বছরের জন্য সেই নম্বর ব্ল্যাকলিস্টেড করা হবে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার কথায়, ফেক কল আটকাতেই এই সিদ্ধান্ত। এই পদ্ধতিতেই এই ধরনের কল বন্ধ করা সম্ভব বলেই মনে করছে ট্রাই।
এইরকম ফেক নিয়ে গ্রাহকদের অভিযোগ লেগেই থাকে। এই স্প্যাম কলের সমস্যা মেটাতেই উদ্যোগী ট্রাই তাঁদের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে লাঘু হবে নতুন নিয়ম। এই নিয়মে ফেক কলের দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই। কারণ, তাঁদের নেটওয়ার্ক ব্যবহার করে কল করা হচ্ছে। সাফ বলা হয়েছে, কোনও গ্রাহক ভুয়ো কলের অভিযোগ করলে ওই নম্বর যে অপারেটরের, তাঁকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।