• facebook
  • twitter
Monday, 25 November, 2024

উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টি, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু

জয়পুর, ১২ অগাস্ট – উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টির জেরে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হল। শনিবার রাত থেকে এক টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের বিস্তীর্ণ অংশ। একাধিক জায়গায় ধস নেমে ব্যাহত জনজীবন। ভেঙে গিয়েছে বহু বাড়ি। বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে কাশ্মীরে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়। এই রাজ্যগুলিতে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দিল্লিতেও।   ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে সবচেয়ে পি‍বর্যস্ত রাজস্থান। রাজ্যের করাউলি এবং হিন্দুয়ানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী জয়পুরের নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। ফুঁসছে ‍বিভিন্ন নদীগুলি। ভরতপুরে নদীতে নেমে স্নান করার সময় ডুবে মৃত্যু হয় সাত জনের। ঝুনুঝুনুতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন তিন জন। করৌলিতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১২ বছরের এক কিশোর এবং এক প্রৌঢ়ের। জয়পুরে জলপ্রপাতে ঘুরতে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচ জন ভেসে যায়। একজন কোনওরকমে নিজের প্রাণ ‍বাঁচাতে সক্ষম হয়। কিন্তু ‍বাকি পাঁচজন মারা যান। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবকিছুর আগে রাজ্যের সকল নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে। দুর্যোগের মধ্যে স‍বরকম‍ ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে।’ সাতটি জেলায় সোম‍বার স্কুল সম্পূর্ণ ‍বন্ধ। জয়পুর, জয়পুর গ্রামীণ, করৌলি, গঙ্গাপুর সিটি, সাওয়াই মাধোপুর, দৌসা এ‍বং ভরতপুরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের হোসিয়ারপুরে প্রবল জলস্রোতে গাড়ি ভেসে যাওয়ায় মৃত্যু হয়েছে এক পরিবারের আট জন-সহ মোট ন’জনের। নিখোঁজ দুই। তাঁদের গাড়িটি মৌসুমী নদীতে ভেসে গিয়েছিল। হিমাচল প্রদেশের উনায় হড়পা বানে ভেসে গিয়ে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতেও। হরিয়ানার যমুনানগর জেলার সোম নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। রবিবারই কর্নাটকে তুঙ্গভদ্রা নদীর বাঁধের একটি গেট ভেঙে যাওয়ায় আশপাশের এলাকায় বন্যার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। সোমবারও কেরল, কর্নাটক, তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।   ভারী বৃষ্টিতে ‍বিপর্যস্ত জম্মু-কাশ্মীরও। প্রশাসনের তরফে স্থগিত কার হয়েছে অমরনাথ যাত্রা। হিমাচল প্রদেশে ধস ও হড়পা বানে মৃত্যু হয়েছে তিন তরুণীর। একজন নিখোঁজ। ২৮০টি রাস্তা বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫৮ জল ও বিদ্যুৎ বণ্টন প্রকল্প। উত্তরপ্রদেশে জালায়ুনে ভারী বৃষ্টির জেরে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা সহ তাঁর ৭ বছরের সন্তানের।   ভারী বৃষ্টিতে প্লাবিত রাজধানী দিল্লি। শনিবার রোহিনির সেক্টর ২০ এলাকায় একটি পার্ক জলমগ্ন হয়ে পড়ে। জলমগ্ন ওই পার্কে ডুবে মৃত্যু হয়েছে সাত বছরের এক নাবালকের। সোমবার বজ্রবিদ্যুৎ সহ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

জয়পুর, ১২ অগাস্ট – উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টির জেরে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হল। শনিবার রাত থেকে এক টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের বিস্তীর্ণ অংশ। একাধিক জায়গায় ধস নেমে ব্যাহত জনজীবন। ভেঙে গিয়েছে বহু বাড়ি। বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে কাশ্মীরে অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়। এই রাজ্যগুলিতে সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দিল্লিতেও।
 

ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে সবচেয়ে পি‍বর্যস্ত রাজস্থান। রাজ্যের করাউলি এবং হিন্দুয়ানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী জয়পুরের নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে। ফুঁসছে ‍বিভিন্ন নদীগুলি। ভরতপুরে নদীতে নেমে স্নান করার সময় ডুবে মৃত্যু হয় সাত জনের। ঝুনুঝুনুতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন তিন জন। করৌলিতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে ১২ বছরের এক কিশোর এবং এক প্রৌঢ়ের। জয়পুরে জলপ্রপাতে ঘুরতে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচ জন ভেসে যায়। একজন কোনওরকমে নিজের প্রাণ ‍বাঁচাতে সক্ষম হয়। কিন্তু ‍বাকি পাঁচজন মারা যান। পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবকিছুর আগে রাজ্যের সকল নাগরিকের সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে। দুর্যোগের মধ্যে স‍বরকম‍ ব্যবস্থা করতে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে।’ সাতটি জেলায় সোম‍বার স্কুল সম্পূর্ণ ‍বন্ধ। জয়পুর, জয়পুর গ্রামীণ, করৌলি, গঙ্গাপুর সিটি, সাওয়াই মাধোপুর, দৌসা এ‍বং ভরতপুরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

পাঞ্জাবের হোসিয়ারপুরে প্রবল জলস্রোতে গাড়ি ভেসে যাওয়ায় মৃত্যু হয়েছে এক পরিবারের আট জন-সহ মোট ন’জনের। নিখোঁজ দুই। তাঁদের গাড়িটি মৌসুমী নদীতে ভেসে গিয়েছিল। হিমাচল প্রদেশের উনায় হড়পা বানে ভেসে গিয়ে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতেও। হরিয়ানার যমুনানগর জেলার সোম নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে।

রবিবারই কর্নাটকে তুঙ্গভদ্রা নদীর বাঁধের একটি গেট ভেঙে যাওয়ায় আশপাশের এলাকায় বন্যার চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। সোমবারও কেরল, কর্নাটক, তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
 
ভারী বৃষ্টিতে ‍বিপর্যস্ত জম্মু-কাশ্মীরও। প্রশাসনের তরফে স্থগিত কার হয়েছে অমরনাথ যাত্রা। হিমাচল প্রদেশে ধস ও হড়পা বানে মৃত্যু হয়েছে তিন তরুণীর। একজন নিখোঁজ। ২৮০টি রাস্তা বন্ধ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫৮ জল ও বিদ্যুৎ বণ্টন প্রকল্প। উত্তরপ্রদেশে জালায়ুনে ভারী বৃষ্টির জেরে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা সহ তাঁর ৭ বছরের সন্তানের।
 
ভারী বৃষ্টিতে প্লাবিত রাজধানী দিল্লি। শনিবার রোহিনির সেক্টর ২০ এলাকায় একটি পার্ক জলমগ্ন হয়ে পড়ে। জলমগ্ন ওই পার্কে ডুবে মৃত্যু হয়েছে সাত বছরের এক নাবালকের। সোমবার বজ্রবিদ্যুৎ সহ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।