• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলাদেশ থেকে ফিরল ১১৩ জন ভারতীয় লরি চালক

সীমান্তে লোক পারাপার চালু থাকলেও অনির্দিষ্ট কালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশের অধিকাংশ সীমান্তে লোক পারাপার চালু থাকলেও অনির্দিষ্ট কালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পণ্য খালাস করতে গিয়ে বাংলাদেশে আটকে পড়েন ভারতের ৭০০ লরি চালক ও খালাসি। অবশেষে মঙ্গলবার তাঁদের মধ্যে ১১৩ জন লরি চালক দেশে ফিরলেন। দুই দেশের সীমান্ত রক্ষীর যুগলবন্দিতে এদিন হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন তাঁরা।

জানা গিয়েছে, মঙ্গলবার দুই দেশের জওয়ান এবং এক্সপোর্টারদের মধ্যে হিলি স্থল বন্দরের জিরো পয়েন্টে একটি বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আটকে থাকা লরি চালকদের দ্রুত দেশে ফেরানোর দাবি করা হয়।

পাশাপাশি, বাংলাদেশের ব্যবসায়ীদেরও দ্রুত পণ্য বোঝায় লরি খালি করার নির্দেশ দেওয়া হয়। যদিও সেদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ার জন্য লরি খালি করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা দাবি করেন। ফলে লরি চালক ও খালাসিরা দেশে ফিরলেও পণ্য বোঝাই লরি ওপারে থেকে যাওয়ায় ব্যবসায়ী ও লরি মালিকদের যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।