অর্থ তছরুপের মামলায় ইডি গতবছর ইডি লালুর পরিবারের ২৪টি জায়গায় তল্লাশি চালায়। তাদের দাবি এই কেলেঙ্কারিতে আনুমানিক ৬০০ কোটি টাকার লেনদেনের প্রমাণ রয়েছে। যার মধ্যে সংস্থার অভিযোগ, ৩৫০ কোটি টাকা অস্থাবর সম্পত্তিতে খরচ হয়েছে এবং ২৫০ কোটি টাকা বিভিন্ন বেনামি খাতে খরচ করেছে যাদব পরিবার।
রাষ্ট্রীয় জনতা দল প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বীসহ পরিবারের সদস্যদের কেলেঙ্কারিতে জড়িত থাকার চার্জ গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত জানুয়ারিতে জমা দেওয়া চার্জশিটে ইডি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালু-রাবড়ি কন্যা মিসা ভারতী, একজন এমপি হেমা যাদবের নাম দিয়েছিল।
তাঁদের সঙ্গেই নাম ছিল ব্যবসায়ী অমিত কাটিয়াল এবং প্রাক্তন রেলকর্মী হৃদয়ানন্দ চৌধুরির। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে ইডি সরকারি অর্থ তছরুপ দমন আইনে মামলা দায়ের করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন ঘুষ হিসেবে জমি হাতিয়ে রেলে চাকরি দিয়েছিলেন।