প্যারিস: পরপর দু’টি অলিম্পিক্সে পদক জেতার পরে এবারে ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু খালি হাতে ফিরে আসছেন দেশে। আবার আগামী চার বছর বাদে অর্থাৎ 2028 সালে লস এঞ্জেলসে অলিম্পিক্স গেমস হবে। তখন পি ভি সিন্ধুর বয়স হবে 33 বছর। ওই বয়সে তাঁর পক্ষে কি খেলা সম্ভব হবে, এই প্রশ্ন উঠতে শুরু করল। তবে পি ভি সিন্ধু নিজে এই কথায় আমল দিতে রাজি নন।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে তাঁকে বিদায় নিতে হয়েছে। তিনি বলেছেন, অবশ্যই আমার কাছে এবারে বিদায় নেওয়াটা মানসিক দিক দিয়ে কষ্ট দিয়েছে। মনে হচ্ছে শরীরে বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। তাই কিছুদিনের জন্য বিশ্রাম দরকার। আগামী দিনের জন্য অবশ্যই নতুন করে পরিকল্পনা তৈরি করতে হবে। আমি সবসময়ই খেলাকে ভালবাসি। খেলার মধ্যে আনন্দ খুঁজে পাই। কোনও খেলোয়াড়ের কাছে কখনওই হারটা সুখকর হয় না। তবু মেনে নিতে হয়।
তবে পি ভি সিন্ধু গত দু’বছর ধরে চোট-আঘাতের মধ্যে জর্জরিত ছিলেন। বেশির ভাগ সময়টা কোর্টের বাইরে থাকতে হয়েছে। তবুও চ্যালেঞ্জ নিয়েই দ্বিতীয়বার অলিম্পিক্স গেমসে অংশ নিয়েছিলেন। তাই আশা করা যাবে, আগামী দিনে দেশবাসী পি ভি সিন্ধুর পাশে থেকে নতুন করে অনুপ্রেরণা দেবেন। আবার পি ভি সিন্ধু বলেছেন, এবারের অলিম্পিক্সে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মার্চ পাস্টে অংশ নিতে পেরেছি, এটা আমার কাছে বড় পুরস্কার। তবে কষ্ট পাচ্ছি আমার পারফরম্যান্স ভালো হল না তাই ভেবে।