মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস সূত্রে খবর, ইসমাইল হানিয়ার হত্যার বদলা নিতে ইজরায়েলের উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের ‘সর্বশক্তিমান’ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ফলে যেকোনও সময় ইহুদি দেশটির উপর ভয়ংকর আঘাত হানতে পারে তেহরান। এই আবহে শুক্রবার, ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ‘মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির কারণে আমরা ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত সমস্ত উড়ান অবিলম্বে স্থগিত করা হয়েছে। তেল আভিভ থেকেও কোনও উড়ান ভারতে আসবে না। আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। তেল আভিভগামী বিমানের টিকিট বাতিল করলে একবারের বাতিল চার্জ মকুব করা হবে। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই প্রধান বিষয় আমাদের কাছে। যে কোনও তথ্যের জন্য, ০১১-৬৯৩২৯৩৩৩ / ০১১-৬৯৩২৯৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।’
উল্লেখ্য, গত ৩০ জুলাই, মঙ্গলবার, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া। এর কয়েক ঘণ্টা পরই খুন করা হয় তাঁকে। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার। যদিও এই ঘটনার দায় স্বীকার করেনি ইজরায়েল।