• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হিমাচলে কংগ্রেস বিধায়কের বাড়ি সহ ১৯ জায়গায় ইডির তল্লাশি 

চন্ডীগড়, ৩১ জুলাই– কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতে ব্যাপক দুর্নীতির অভিযোগে একযোগে  হিমাচলপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব ও চণ্ডীগড়ের অন্তত ১৯টি জায়গায় চলছে তল্লাশি চালাল ইডি। বুধবার হিমাচলপ্রদেশে কংগ্রেস বিধায়ক-সহ হাত শিবিরের একাধিক নেতার বাড়িতে তল্লাশি অভিযানে নামল ইডি। এদিন ইডি আধিকারিকরা ৪০টি গাড়িতে করে প্রায় ১৫০ জন আধিকারিক হিমাচলের কঙ্গড়া, সিমলা, উনা, মান্ডি ও কুল্লুর নানান জায়গায় তল্লাশি

চন্ডীগড়, ৩১ জুলাই– কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতে ব্যাপক দুর্নীতির অভিযোগে একযোগে  হিমাচলপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব ও চণ্ডীগড়ের অন্তত ১৯টি জায়গায় চলছে তল্লাশি চালাল ইডি। বুধবার হিমাচলপ্রদেশে কংগ্রেস বিধায়ক-সহ হাত শিবিরের একাধিক নেতার বাড়িতে তল্লাশি অভিযানে নামল ইডি। এদিন ইডি আধিকারিকরা ৪০টি গাড়িতে করে প্রায় ১৫০ জন আধিকারিক হিমাচলের কঙ্গড়া, সিমলা, উনা, মান্ডি ও কুল্লুর নানান জায়গায় তল্লাশি শুরু করেছে।
তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথমবার আয়ুষ্মান ভারত প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলে ভিজিল্যান্স বিভাগ। সেই মতো দায়ের হয় এফআইআর। অভিযোগ ওঠে, ভুয়ো কার্ড বানানোর পাশাপাশি একাধিক বেসরকারি হাসপাতাল চিকিৎসার মিথ্যে তথ্য দিয়ে বিপুল টাকার কারচুপি করেছে। সেই ঘটনার তদন্তে নেমে বুধবার কংগ্রেস বিধায়ক রঘুবীর সিং বালি, কংগ্রেস নেতা তথা চিকিৎসক রাজেশ শর্মা-সহ একাধিক ব্যক্তি বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, অভিযুক্ত রাজেশ শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর ঘনিষ্ঠ। বুধবার সকালে এক মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজেশ। সেখান থেকেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় ইডি। কোনও রকম অশান্তির আশঙ্কায় রঘুবীর ও রাজেশের বাড়ি ও হাসপাতালের বাইরে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই রাজ্যের আরও একাধিক বেসরকারি হাসপাতালে চলছে তল্লাশি।
উল্লেখ্য, দেশের গরিবদের জন্য আনা স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতে ব্যাপক দুর্নীতির অভিযোগ গত বছর প্রকাশ্যে এসেছিল ক্যাগ  রিপোর্টে। যেখানে দাবি করা হয়, প্রকল্পে লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট নথিভুক্ত হয়ে রয়েছে। স্রেফ 9999999999 এই নম্বরেই নথিভুক্ত হয় ৭ লক্ষ ৪৯ হাজার ৮২০টি অ্যাকাউন্ট। 8888888888-এই নম্বরে নথিভুক্ত হয় প্রায় ১ লক্ষ ৩৯ হাজার অ্যাকাউন্ট। প্রায় ৯৬ হাজার অ্যাকাউন্ট নথিভুক্ত হয় 9000000000 নম্বরে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ অ্যাকাউন্ট নথিভুক্ত হয়ে রয়েছে ভুয়ো নম্বরে।