নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত সময়ের থেকে দেরিতে ট্রেন চলার অভিযোগে বুধবার ভোর থেকেই ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধ করেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিনিয়ত একাধিক লোকাল দেরিতে চলে৷ ফলে সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে তাঁদের নিয়মিত দেরি হয়৷ বার বার রেল কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান৷ অবরোধের জেরে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়৷ স্টেশনে স্টেশনে ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা পর অবশেষে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন৷ আধিকারিকদের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা৷
রোজ রোজ ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলে৷ কোনও কোনও দিন ৪০ থেকে ৫০ মিনিট দেরিতেও ট্রেন স্টেশনে ঢোকে বলে অভিযোগ নিত্যযাত্রীদের৷ স্টেশন কর্তৃপক্ষকে বার বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই শেষমেশ একপ্রকার বাধ্য হয়েই রেল অবরোধের পথে হাঁটেন তাঁরা৷ ডায়মন্ড হারবার সহ ওই শাখার মগরাহাট এবং নেত্রা স্টেশনেও অবরোধ করেন যাত্রীরা৷ যাত্রী বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকায় জিআরপি-র তরফে যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়৷ ট্রেন দেরিতে চলা নিয়ে রেল কর্তৃপক্ষের বক্তব্য, সম্প্রতি সময়মতো রেলগেট বন্ধ করা যাচ্ছে না৷ সেই কারণে অনেক রেলগেটের আগে ট্রেন আটকে পড়ায় পরিষেবায় ব্যাঘাত ঘটে৷ বিক্ষোভকারীদের এই অভিযোগের প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা আছে৷ এভাবে ট্রেন চলাচল ব্যাহত করে অবরোধ করা সঠিক নয়৷ আরও পাঁচ জনকে বিপদে ফেলে এভাবে অবরোধ কাম্য নয়৷’