• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী আদিত্য বিড়লা

এই রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী আদিত্য বিড়লা গোষ্ঠী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই নিয়ে পারস্পরিক আলোচনা করা হয়েছে আজ তাদের মধ্যে। সেই সঙ্গে নতুন বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। আজ দুপুরে কলকাতায় উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে

এই রাজ্যে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী আদিত্য বিড়লা গোষ্ঠী। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই নিয়ে পারস্পরিক আলোচনা করা হয়েছে আজ তাদের মধ্যে। সেই সঙ্গে নতুন বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। আজ দুপুরে কলকাতায় উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তা খোলসা করেছেন। রাজ্য সচিবালয় নবান্নে দুপুরে সৌজন্য সাক্ষাৎকার পর্বে একথা উঠে আসে তাদের আলোচনায়। শিল্প সম্ভাবনা ও নতুন করে পুঁজি বিনিয়োগের বিষয়েও ইচ্ছে প্রকাশ করেছেন বিড়লা। মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। উল্লেখ্য, সিমেন্ট ও রঙ উৎপাদন ছাড়াও বিভিন্ন প্রকল্পের কাজ চলছে জোরকদমেই এ রাজ্যের কারখানায়। পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আগামীদিনে ব্যবসায়িক সুযোগ সৃষ্টি ও পুঁজি বিনিয়োগের সম্ভাবনা এবং নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে এই খবর জানা গিয়েছে।