• facebook
  • twitter
Monday, 25 November, 2024

নিউ গড়িয়া-রুবি, অরেঞ্জ লাইনে মেট্রোর সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (নিউ গড়িয়া থেকে রুবি) পর্যন্ত মেট্রো পরিষেবার সংখ্যা এবং সময়সীমা দুটোই বাড়ছে৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷ বর্তমানে ৪৮টি ট্রেন চলছে এই অরেঞ্জ লাইনে৷ ৫ অগস্টের পর থেকে তা বেড়ে ৭৪টি হবে৷ ৩৭টি ট্রেন আপে এবং

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (নিউ গড়িয়া থেকে রুবি) পর্যন্ত মেট্রো পরিষেবার সংখ্যা এবং সময়সীমা দুটোই বাড়ছে৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালেন মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷

বর্তমানে ৪৮টি ট্রেন চলছে এই অরেঞ্জ লাইনে৷ ৫ অগস্টের পর থেকে তা বেড়ে ৭৪টি হবে৷ ৩৭টি ট্রেন আপে এবং ৩৭টি ডাউনে চলবে৷ এই মুহূর্তে সকাল ৯ টায় মেট্রো পরিষেবা চালু হয়। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে বিকেল ৪ টে ৪০ মিনিটে ছেড়ে যায়। ৫ আগস্ট থেকে দুটি স্টেশন থেকেই প্রথম মেট্রো ৯টার পরিবর্তে ছাড়বে সকাল ৮টায়৷ বিকেল ৪ টে ৪০ মিনিটের পরিবর্তে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত আটটায়৷ প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে৷ এমনকি শনিবারেও চলবে এই মেট্রোগুলি৷ যদিও রবিবার এই অতিরিক্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকছে৷