• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিশ্বের বিপদজনক শহরের তালিকায় দ্বিতীয় স্থানে করাচি

নিউ দিল্লি, ২৭ জুলাই: কয়েকদিন আগেই ভারতের মণিপুর ও কাশ্মীর সহ বেশ কয়েকটি জায়গায় ভ্রমণে নিজের দেশের নাগরিকদের নিষেধ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট জলঘোলা হয়েছে। আর সেটা নিয়ে হাততালি দিয়েছে ভারত বিদ্বেষীরা। এবার পড়শি দেশ পাকিস্তানই কোণঠাসা আন্তর্জাতিক স্তরে। এই দেশের করাচি বিশ্বের দ্বিতীয় বিপদজনক শহর হিসেবে চিহ্নিত হয়েছে।

নিউ দিল্লি, ২৭ জুলাই: কয়েকদিন আগেই ভারতের মণিপুর ও কাশ্মীর সহ বেশ কয়েকটি জায়গায় ভ্রমণে নিজের দেশের নাগরিকদের নিষেধ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। যা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট জলঘোলা হয়েছে। আর সেটা নিয়ে হাততালি দিয়েছে ভারত বিদ্বেষীরা। এবার পড়শি দেশ পাকিস্তানই কোণঠাসা আন্তর্জাতিক স্তরে। এই দেশের করাচি বিশ্বের দ্বিতীয় বিপদজনক শহর হিসেবে চিহ্নিত হয়েছে।

এবিষয়ে ফোর্বস একটি রিপোর্ট প্রকাশ করেছে। ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি, অপরাধ প্রবণতা, হুমকি, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক দুর্বলতার মতো ক্ষেত্রে ঝুঁকির নিরিখেই শহরগুলোকে বিপজ্জনক তালিকায় রেখেছে ফোর্বস। এই সংস্থার সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরের বিচারে ১০০-তে ৯৩.১৭ স্কোর করেছে করাচি। প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলার কারাকাস শহর। ফোর্বস-এর সমীক্ষায় কারাকাস বিপজ্জনক শহর হিসেবে ১০০-তে ১০০ স্কোর করেছে। আর তৃতীয় স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গন শহর। এই শহরটি ১০০-তে ৯১.৬৭ স্কোর করেছে।

প্রসঙ্গত ফোর্বস-এর এই রিপোর্টে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই বর্তমানে আন্তর্জাতিক স্তরে চরম অস্বস্তিতে রয়েছে পাকিস্তান। সেদেশে এমনিতেই চরম আর্থিক সংকট চলছে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে প্রচার বাড়াচ্ছে। যাতে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি পায়। কিন্তু, এই আন্তর্জাতিক রিপোর্ট ঘিরে বেকায়দায় পড়েছে পাকিস্তান। তবে এর আগেও, অবসবাসযোগ্য শহর হিসেব নাম লিখিয়েছিল করাচি। ২০১৭ সালে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তরফে করাচিকে বিশ্বের সবচেয়ে কম নিরাপদ শহরের তালিকায় স্থান দেওয়া হয়েছিল।