• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জম্মুতে সক্রিয় তিন জঙ্গির স্কেচ প্রকাশ, ধরিয়ে দিলেই ৫ লক্ষ পুরস্কার

ফেরা সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম পাক হামলাকারী, শহিদ জওয়ান জম্মু, ২৭ জুলাই– তিন জঙ্গির মাথার দাম ৫ লক্ষ৷ ডোডা জেলায় সক্রিয় তিন জঙ্গির স্কেচ প্রকাশ করে জম্মু-কাশ্মীর পুলিশ ঘোষণা করল, তাদের খোঁজ দিতে পারলে দেওয়া হবে ৫ লক্ষ টাকা৷ শনিবার স্কেচ প্রকাশ করে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডোডা এবং ডেসরা এলাকায় এই তিনজন সক্রিয় রয়েছে৷ ডেসরার

ফেরা সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম পাক হামলাকারী, শহিদ জওয়ান
জম্মু, ২৭ জুলাই– তিন জঙ্গির মাথার দাম ৫ লক্ষ৷ ডোডা জেলায় সক্রিয় তিন জঙ্গির স্কেচ প্রকাশ করে জম্মু-কাশ্মীর পুলিশ ঘোষণা করল, তাদের খোঁজ দিতে পারলে দেওয়া হবে ৫ লক্ষ টাকা৷ শনিবার স্কেচ প্রকাশ করে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ডোডা এবং ডেসরা এলাকায় এই তিনজন সক্রিয় রয়েছে৷ ডেসরার উরার বাগী এলাকায় সম্প্রতি জঙ্গি কার্যকলাপে এই তিনজন যুক্ত ছিল৷
অন্যদিকে, শনিবার কাশ্মীরের কুপওয়ারায় সীমান্তরেখা বরাবর ফের সেনা-জঙ্গি সংঘর্ষ৷ এনকাউন্টারে খতম এক পাক হামলাকারী৷ শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও৷ আরও চার সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর৷ শনিবার গোপন সূত্রে এই ধরনেরই অনুপ্রবেশের চেষ্টার খবর পান ভারতীয় সেনার আধিকারিকরা৷ দ্রুত সেখানে তল্লাশি অভিযান শুরু হয়৷ কিছুক্ষণ বাদেই পাক জঙ্গিদের সঙ্গে এনকান্টার শুরু হয় সেনার৷ উত্তর কাশ্মীরের ত্রেহগাঁও সেক্টরের কুমকাডি ছাউনির কাছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে৷ এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোর-এর৷ সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃতু্য হয়েছে বলে খবর সেনা সূত্রে৷ আরও দুই পাক জঙ্গি কোনওক্রমে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালাতে সক্ষম হয়েছে৷
সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৪০-৫০ জন পাক জঙ্গি কাশ্মীরের পাহাডি় এলাকায় ঢুকে পডে়ছে৷ এরা পাক সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত৷ তাছাড়াও এদের কাছে মার্কিন এম ফোর কার্বাইন রাইফেল, যাতে নাইট ভিসন যন্ত্র লাগানো আছে, এরকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে৷
অন্যদিকে, তিন জঙ্গির স্কেচ প্রকাশ করে ডোডা জেলার পুলিশ জনসাধারণের কাছে এই তিনজনের গতিবিধি ও ডেরা সম্পর্কে কোনও খবর থাকলে জানাতে আর্জি রেখেছে৷ কোনও সূত্র জানাতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে পুলিশ৷ তবে গোপনীয়তার কারণে এদের কারও নাম প্রকাশ করা হয়নি৷ এলাকায় ওই জঙ্গিদের দেখতে পেলেই যেন স্থানীয়েরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ আর তার জন্য একটি ফোন নম্বরও চালু করা হয়েছে৷সূত্রের খবর, জঙ্গিরা উর্দু এবং পুশতু ভাষায় সাবলীল৷ পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে জঙ্গিদের নিয়োগ করা হচ্ছে৷ জঙ্গিরা জইশ সংগঠনের সঙ্গে যুক্ত৷ এই জঙ্গিরা পাকিস্তানের সঙ্গে মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াট্সঅ্যাপে তাদের যোগাযোগ রয়েছে৷ সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে কোনও গ্রামে ঢুকে প্রথমেই কোনও বাডি় থেকে ফোন ছিনিয়ে নিচ্ছে জঙ্গিরা৷ তার পর সেই ফোন নিজেদের কাজে ব্যবহার করছে৷ শুধু তাই-ই নয়, স্থানীয়দের নিজেদের কাছে ব্যবহারের জন্য টাকাও বিলানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷ বেশির ভাগ জঙ্গির বয়স ২৫-৩০ বছরের মধ্যে৷