নিজস্ব প্রতিনিধি: শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ এবার এই বিশ্ববিদ্যালয় ঘুরতে গেলে পর্যটকদের গুনতে হবে আরও বেশি টাকা৷ রবীন্দ্রভবন ও উপাসনা গৃহ সংলগ্ন এলাকা পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য বৃদ্ধি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানান ৷
বাঙালির অন্যতম পছন্দের একটি পযটন কেন্দ্র হল শান্তিনিকেতন৷ শান্তিনিকেতনে পর্যটকদের আনাগোনা গোটা বছর থাকে৷ এই শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ এবার বিশ্বভারতী ঘুরতে গেলে পর্যটকদের খরচ করতে হবে প্রায় দ্বিগুন৷
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এর আগে পড়ুয়াদের থেকে রবীন্দ্রভবন সংগ্রহশালায় প্রবেশ করার জন্য নেওয়া হতো মাথাপিছু ১০ টাকা৷ ভারতীয় নাগরিকদের থেকে মাথাপিছু নেওয়া হতো ৭০ টাকা৷ সার্কভুক্ত দেশগুলির নাগরিকদের থেকে নেওয়া হতো মাথাপিছু ৩০০ টাকা৷ সার্কভুক্ত দেশগুলি ছাড়া বিদেশের অন্যান্য নাগরিকদের থেকে নেওয়া হতো মাথাপিছু ৫০০ টাকা৷
নতুন এন্ট্রি ফি অনুযায়ী, পড়ুয়াদের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি৷ পড়ুয়ারা পরিচয়পত্র-সহ ১০ টাকায় রবীন্দ্র ভবন ঘুরে দেখতে পারবেন৷ ভারতীয় নাগরিকদের এবার দিতে হবে ১০০ টাকা৷ সার্কভুক্ত দেশগুলির পর্যটকদের দিতে হবে ৫০০ টাকা৷ আর সার্কভুক্ত নয়, এমন দেশের পর্যটকদের দিতে হবে মাথাপিছু ১০০০ টাকা৷