• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চিনকে আটকাতে ইসলামাবাদকে  ১০০০ মিলিয়নের  সাহায্য আমেরিকার 

ওয়াশিংটন, ২৬ জুলাই– বেহাল স্বাস্থ্য ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থায় জর্জরিত পাকিস্তানের বিশ্ব বাজার দেনায় ডুবে৷ সেই পরিস্থিতির ফায়দা তুলতে তাকে সাহায্যের নামে এগিয়ে এসেছে আগ্রাসী চিন৷ ভারতের ওপর কুনজরেই প্রতিবেশী পাকিস্তানে তার এই দেদার সাহায্যের আশ্বাস৷ পাকিস্তানের বেশ কিছু জায়গা কার্যত চিন ব্যবহার করছে৷ তবে শুধু ভারত নয় আমেরিকার সঙ্গেই মোটেই সম্পর্ক ভালো নয় ড্রাগনের৷

ওয়াশিংটন, ২৬ জুলাই– বেহাল স্বাস্থ্য ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থায় জর্জরিত পাকিস্তানের বিশ্ব বাজার দেনায় ডুবে৷ সেই পরিস্থিতির ফায়দা তুলতে তাকে সাহায্যের নামে এগিয়ে এসেছে আগ্রাসী চিন৷ ভারতের ওপর কুনজরেই প্রতিবেশী পাকিস্তানে তার এই দেদার সাহায্যের আশ্বাস৷ পাকিস্তানের বেশ কিছু জায়গা কার্যত চিন ব্যবহার করছে৷ তবে শুধু ভারত নয় আমেরিকার সঙ্গেই মোটেই সম্পর্ক ভালো নয় ড্রাগনের৷ চিনের আগ্রাসন নীতি মার্কিন দেশের কাছেও চিন্তার বিষয়৷ তাই দেনা-বেশ কয়েকবছর ধরেই চিন পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করে চলেছে৷ এর ফলে ইসলামাবাদের উপর চিনের আধিপত্যও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে মোটেই ভাল ভাবে নিচ্ছেন না মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর বাজেটে ইসলামাবাদের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করতে চায়৷
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এক প্যানেলে জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ ইসলামাবাদকে দেওয়ার অন্যতম কারণ, সেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে তোলা৷
তিনি এ প্রসঙ্গে বলেছেন, “আশা করব, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পাকিস্তান এই অর্থ ব্যবহার করবে”৷ চলতি দশকের শুরু থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল৷ রাজনৈতিক স্থিতিশীলতাও অভাবও রয়েছে প্রকটভাবে৷
এমন অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে অশান্ত পাকিস্তানের জন্য এই ধরনের আর্থিক সাহায্য পৃথিবীর জিও পলিটিকসে এক নতুন মাত্রা সংযোজিত করবে৷ লু আরও যোগ করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বেজিংয়ের উপর ইসলামাবাদের অতিরিক্ত নির্ভরতা প্রতিরোধ করতে চাইছে৷ বিনিয়োগের ক্ষেত্রে চীন অতীত; আমরাই ভবিষ্যত’৷
তিনি এছাড়াও অভিযোগ করেছেন ‘পাকিস্তান চীনের নতুন শিকার৷ আমরা জানি চিন পাকিস্তানকে সম্পূর্ণভাবে দখল করেছে৷ পাকিস্তানের মাটিতে চিনা ফাঁডি় এবং রাস্তা, মিলিটারি মোতায়েন করা হচ্ছে৷’