• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গ্রামে সোনালি কচ্ছপ উদ্ধার, ভিড় স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির মধ্যেই বাউড়িয়া থানা এলাকার চকবানেখা গ্রাম থেকে একটি সোনালি রঙের কচ্ছপ উদ্ধার হল৷ চকবানেখা গ্রামের একজন বাসিন্দা হলেন মেহেবুব গাইন৷ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির পুকুরপাড়ে তিনি একটি মাছ ধরার মুগরী বসান৷ গত সোমবার ওই মুগরীতে পড়ে সোনালি রঙের একটি কচ্ছপ৷ কাঁদামাখা অবস্থায় থাকা কচ্ছটিকে পরিষ্কার করে তিনি লক্ষ্য করেন, সেটির গায়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির মধ্যেই বাউড়িয়া থানা এলাকার চকবানেখা গ্রাম থেকে একটি সোনালি রঙের কচ্ছপ উদ্ধার হল৷ চকবানেখা গ্রামের একজন বাসিন্দা হলেন মেহেবুব গাইন৷ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির পুকুরপাড়ে তিনি একটি মাছ ধরার মুগরী বসান৷ গত সোমবার ওই মুগরীতে পড়ে সোনালি রঙের একটি কচ্ছপ৷ কাঁদামাখা অবস্থায় থাকা কচ্ছটিকে পরিষ্কার করে তিনি লক্ষ্য করেন, সেটির গায়ের রঙ সোনালি৷ কচ্ছপটিকে উদ্ধার করে নিজের বাড়িতেই রাখেন ওই ব্যক্তি৷ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা এসে ভিড় জমান মেহেবুবের বাড়িতে৷ এমন কচ্ছপ দেখে প্রথমে হকচকিয়ে গেলেও পরে বনদপ্তরে খবর দেন তিনি৷ খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান৷

বনদপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান, এটি একটি ভারতীয় পুরুষ তিল কাছিম৷ জেনেটিক মিউটেশনের কারণে কচ্ছপটির গায়ের রঙ সোনালি হয়ে গিয়েছে৷ এই অবস্থাকে বলা হয় লিউটিনো৷ জিনগত কারণে এটা হয়৷

কচ্ছপের উদ্ধারকারী মেহেবুব বলেন, ‘দিন দিন কমে যাচ্ছে কচ্ছপের সংখ্যা৷ এমন সোনালি রঙের কচ্ছপ এই অঞ্চলে আগে দেখা যায়নি৷ তাই কচ্ছপটিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে তুলে দিলাম বনদপ্তরের হাতে৷’