• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রাখল মহমেডান

নিজস্ব প্রতিনিধি:  শেষ পর্যন্ত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রাখল মহমেডান স্পোর্টিং ক্লাব৷ বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাঠচক্রের বিরুদ্ধে৷ লিগ টেবলে এই মুহূর্তে পাঠচক্র একেবারে তলানিতে রয়েছে৷ অর্থাৎ লাস্ট বয়ের সঙ্গে এদিন যদি মহমেডান স্পোর্টিং জিততে না পারত, তাহলে সুপার সিক্সে খেলা তাদের পক্ষে কঠিন হয়ে যেত৷

নিজস্ব প্রতিনিধি:  শেষ পর্যন্ত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রাখল মহমেডান স্পোর্টিং ক্লাব৷ বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পাঠচক্রের বিরুদ্ধে৷ লিগ টেবলে এই মুহূর্তে পাঠচক্র একেবারে তলানিতে রয়েছে৷ অর্থাৎ লাস্ট বয়ের সঙ্গে এদিন যদি মহমেডান স্পোর্টিং জিততে না পারত, তাহলে সুপার সিক্সে খেলা তাদের পক্ষে কঠিন হয়ে যেত৷ তাই তন্ময় ঘোষের সাদা-কালো শিবিরের ফুটবলাররা খেলার শুরু থেকেই আক্রমণে গতি বাড়িয়ে পাঠচক্রের রক্ষণভাগে বার বার হানা দিতে থাকে৷ কিন্ত্ত গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ায় কোচ হাকিম বেশ বিরক্ত প্রকাশ করেন৷ মাঝেমধ্যেই পাঠচক্রের খেলোয়াড়রা পাল্টা আঘাত দেওয়ার চেষ্টা করেন৷ তবে, মহমেডান স্পোর্টিংয়ের আক্রমণ অনেক বেশিই ছিল৷ খেলার ২১ মিনিটের মাথায় সম্মিলিত আক্রমণ থেকে মহমেডান স্পোর্টিংয়ের ইসরাফিল দেওয়ান দারুণ গোল করে দলকে এগিয়ে দেন৷ বৃষ্টি হওয়াতে এদিন মাঠ পিচ্ছিল ছিল৷ তবুও মহমেডানের ফুটবলাররা গোল করার জন্য মুখিয়ে ছিলেন৷ তবে খেলার প্রথমার্ধে গোলের ব্যবধানে কোনও পরিবর্তন হয়নি৷

দ্বিতীয় পর্বে পাঠচক্রের কোচ লালকমল ভৌমিক খেলোয়াড়দের নির্দেশ দেন আক্রমণ গড়ে তুলে সাদা-কালো শিবিরে চাপ সৃষ্টি করতে হবে৷ ফরোয়ার্ডে খেলোয়াড় বাড়িয়ে মহমেডান শিবিরে ঝড় তুলতে থাকেন৷ খেলার ৪৮ মিনিটের মাথায় মহমেডান স্পোর্টিংয়ের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে পাঠচক্র পেনাল্টি পেয়ে যায়৷ পরিবর্ত খেলোয়াড় দেবাশিস হালদার পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন৷ খেলায় সমতা ফিরে আসার পরে মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পাঠচক্রের শিবিরে বারবার প্রবেশ করতে থাকেন৷ তাঁদের লক্ষ্য ছিল গোল করতেই হবে৷ ৮৭ মিনিটের মাথায় মহমেডানের জেমস সিং লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান৷ ফলে বাকি সময় মহমেডানকে ১০ জনে খেলতে হয়৷ রেফারি দ্বিতীয় পর্বে ১৪ মিনিট সংযুক্ত সময় দেন৷ ওই সময়ে মহমেডান স্পোর্টিং আরও বেশি আক্রমণমুখী হয়ে ওঠে৷ ৯৩ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মহমেডান স্পোর্টিং৷ পেনাল্টি থেকে পরিবর্ত খেলোয়াড় মহিতোষ রায় গোল করে (২-১) দলের জয়কে নিশ্চিত করেন৷ মহমেডানের এই জয় সমর্থকদের কাছে বড় স্বস্তি এলো৷