দিল্লি, ২৫ জুলাই– সুদূর আমেরিকার রেশ ভারতে৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় দেশের হাই প্রোফাইল নেতাদের নিয়ে শঙ্কিত হয়ে উঠল ভারত সরকার৷ কেন্দ্র নিজের দেশের ‘হাই প্রোফাইল’ নেতা, মন্ত্রীদের নিয়ে এতটাই দুঃচিন্তায় যে, তাদের নিরাপত্তায় জারি করা হল বাড়তি সতর্কতা৷ এই বিষয়ে সবকটি রাজ্যকে নির্দেশিকা জারি করে কেন্দ্র জানাল, ভিভিআইপিদের নিয়ে কোনও রকম ঝুঁকি বরদাস্ত করা হবে না৷ প্রয়োজনে নিরাপত্তা বাড়াতে হবে৷ বিশেষত মিছিল, মিটিং, সভাগুলিতে৷
সূত্রের খবর, এই ঘটনার পর ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে সব রাজ্যের ডিজিকে সতর্ক করেছে কেন্দ্র৷ এই বিষয়ে ওয়াকিবহাল করা হয়েছে সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এনএসজিকে৷
গত ১৩ জুলাই পেনসিলভেনিয়াতে এক জনসভায় যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সেখানে তাঁর উপর গুলি চালায় ২০ বছর বয়সি এক যুবক৷ ট্রাম্পের কান ঘেঁষে চলে যায় গুলি৷ রক্তাক্ত হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷ অল্পের জন্য প্রাণ বাঁচে তার৷ এই ঘটনার পরই ফের শিরোনামে উঠে আসে বিশ্বের তাবড় শক্তিধর দেশের নেতাদের নাম যারা অতীতে প্রাণ হারিয়েছেন আততায়ীদের হানায়৷
তবে ট্রাম্পই প্রথম নন, যাঁর ওপর প্রাণঘাতি হামলা করা হয়েছে৷ সাম্প্রতিক অতীতে ভুরি-ভুরি বিশ্ব নেতাদের উদাহরণ রয়েছে যারা এরকম হামলায় মৃতু্যবরণ করেছেন নয় বরাত জোরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন৷ এই যেমন, ২০২২ এর ৮ জুলাই জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে নিহত হন আততায়ীর গুলিতে৷ ওই বছর ৩ নভেম্বর দলীয় মিছিলের মধ্যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি৷ ঠিক আগের মাসে (সেপ্টেম্বরে) হামলা হয় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নানডেজের উপরে৷ ভিভিআইপিদের উপর একের পর এক হামলায় চিন্তিত কেন্দ্র৷ এই কারণেই সতর্কতা জারি হয়েছে৷