• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নতুন করে নিট ইউজি পরীক্ষা ফের নয়: সুপ্রিম কোর্ট

দিল্লি, ২৩ জুলাই: নতুন করে আর নিট নয়৷ নিট ইউজি বির্তকের মাঝেই পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ চলতি বছরে সর্বভারতীয় স্তরে ডাক্তারির স্নাতকে প্রবেশিকা পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট৷ ফলে নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না৷ মঙ্গলবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে নানা অসংগতির অভিযোগ উঠে

দিল্লি, ২৩ জুলাই: নতুন করে আর নিট নয়৷ নিট ইউজি বির্তকের মাঝেই পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট৷ চলতি বছরে সর্বভারতীয় স্তরে ডাক্তারির স্নাতকে প্রবেশিকা পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট৷ ফলে নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না৷ মঙ্গলবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷

এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে নানা অসংগতির অভিযোগ উঠে এসেছে৷ এনিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল৷ এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূডে়র ডিভিশন বেঞ্চ নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে জানিয়ে দেয়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ নেই৷ তাই পরীক্ষা বাতিল করার দাবির যৌক্তিকতা নেই৷ ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নিট নেওয়ার দরকার নেই৷ কারণ পুনরায় নিট ইউজি পরীক্ষা নেওয়া হলে তা বিপুল পরীক্ষার্থী সমস্যায় পড়বেন৷

যদিও সংশ্লিষ্ট শুনানিতে স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্ট৷ রায় দেওয়ার সময় এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পটনায় প্রশ্ন ফাঁস হয়েছে৷ যে চক্র এর পিছনে ছিল তারা কিছু গেজেটকে পুডি়য়ে ফেলেছে৷ অভিযুক্তরা এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন৷’

এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিতারপতি জানতে চান, ‘ফাঁস হওয়া প্রশ্ন কতগুলি কেন্দ্রে পাঠানো হয়েছিল?’ সিবিআইয়ের আইনজীবী জানান, বিহার ও পাটনার চার জায়গার উত্তরপত্র পাঠানো হয়েছিল৷ সেই প্রক্ষিতে বিচারপতি বলেন, ‘প্রশ্ন ফাঁসের জেরে ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছে৷ তার মধ্যে ৩০ জন পাটনার এবং ১২৫ জন হাজারিবাগের৷’ দুপক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নতুন করে আর ডাক্তারির স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না৷

উল্লেখ্য, গত ৫ মে নিট ইউজি পরীক্ষা হয়৷ ফল প্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন৷ এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে ভূরি ভূরি অভিযোগ সামনে আসে৷ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা৷ শোরগোল পডে় যেতেই গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ মানতে নারাজ পরীক্ষা নিয়ামক সংস্থা৷