ইম্ফল: মণিপুরের মেয়ে মীরাবাই চানু এবারের প্যারিস অলিম্পিক গেমস থেকে সোনার পদক তুলে আনার জন্যে মুখিয়ে আছে রয়েছেন৷ ৪৯ কেজি বিভাগে গত টোকিও অলিম্পিক গেমসে রূপোর পদক নিয়ে সন্ত্তষ্ট থাকতে হয়েছিল৷ তাই সোনার পদকের জন্যে শেষ পর্যন্ত লড়াই করে যাবেন বলে আত্মবিশ্বসী মীরাবাই চানু৷ মীরাবাই অলিম্পিক গেমসের পাশাপাশি কমনওয়েলথ গেমস সহ এশিয়ান গেমস থেকে পদক জিতেছেন৷ ২০১৬ সালে তিনি প্রথম রিও অলিম্পক গেমসে ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন৷ কিন্ত্ত পদক পাননি৷
তবে ২০২২ সালে টোকিও অলিম্পিক ৪৯ কেজি বিভাগে মোট ২০২ কেজি ওজন তুলেছিলেন৷ এর আগে ভারতের কারমান মালেশ্বরী ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ সেই নজির টপকে মীরাবাই রূপোর পদক জয়ের কৃতিত্ব দেখান৷ ব্যক্তিগতভাবে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর পর একক ভাবে মীরাবাই রূপোর পদক জিতে সবার নজর কেড়ে নেন৷
২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক পান মীরাবাই চানু. তবে ২০২২ সালে রূপোর পদক পেয়েই সন্ত্তষ্ট থাকেন তিনি৷ তারপরে ২০১৮ ও ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনার পদক জেতেন মীরাবাই৷ ২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোনার পদক জেতার কৃতিত্ব দেখিয়েছিলেন৷ যা এই প্রতিযোগিতার ৪৯ কেজি বিভাগের ইতিহাসে রেকর্ড৷
আগামী প্যারিস অলিম্পিক গেমস মীরাবাই চানুর কাছে তৃতীয়বারের জন্যে অংশগ্রহণ৷ মীরাবাই চোট আঘাতের জন্যে বেশ কিছুদিন সমস্যার মধ্যে কাটিয়েছেন৷ কিন্ত্ত এবারে মীরাবাইয়ের পাখির চোখ অলিম্পিকে সোনা৷