• facebook
  • twitter
Monday, 25 November, 2024

‘বিজেপি হেরে গিয়েছে, ওরা আর বেশিদিন নেই’, অখিলেশকে পাশে নিয়ে আক্রমণ মমতার

একুশের মঞ্চ থেকে এজেন্সির ধমকানি চমকানির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এত নেতা মন্ত্রীর গ্রেপ্তারি, অত্যাচারের পরও নির্বাচনে দলের ফলাফল নিয়ে খুশি তিনি৷ একতরফা ভূমিকা নিয়ে আক্রমণ শানিয়েছেন মিডিয়াকেও৷ পাশাপাশি এই মঞ্চ থেকেই নির্বাচন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি নিয়েও নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ সর্বোপরি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে শহিদ

একুশের মঞ্চ থেকে এজেন্সির ধমকানি চমকানির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এত নেতা মন্ত্রীর গ্রেপ্তারি, অত্যাচারের পরও নির্বাচনে দলের ফলাফল নিয়ে খুশি তিনি৷ একতরফা ভূমিকা নিয়ে আক্রমণ শানিয়েছেন মিডিয়াকেও৷ পাশাপাশি এই মঞ্চ থেকেই নির্বাচন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি নিয়েও নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ সর্বোপরি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে শহিদ সমাবেশের মঞ্চে উপস্থিত করিয়ে দেশের রাজনীতিতে বিশেষ বার্তা দিতে চেয়েছেন মমতা৷ এই মঞ্চ থেকে একের পর এক নিশানা করেছেন বিজেপিকেও৷

পূর্বাভাস মতোই সকাল থেকে চলছিল রোদ-বৃষ্টির খেলা৷ প্রতিবছরই ২১ জুলাইয়ের মঞ্চ ভেজে বৃষ্টিতে৷ এবারও সেই মতোই প্রস্ত্তত ছিলেন তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী সকলেই৷ ছাতা, রেইনকোট নিয়ে সবাই প্রস্ত্তত হয়েই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে৷ নেত্রী যখন মঞ্চে উঠলেন তখন রোদ ঝলমলে আবহাওয়া৷ প্রায় ৪০-৪৫ মিনিট ধরে চলা বক্তৃতায় প্রকৃতিও যেন আলাদাই খেলা দেখাল৷ মমতার বক্তৃতা চলাকালীনই ধর্মতলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি৷ কিন্ত্ত সেই বৃষ্টি দমাতে পারেনি মমতা ও তাঁর কর্মীদের উত্তেজনাকে৷ এজেন্সি, নির্বাচন কমিশন, বিজেপি- একযোগে সবাইকে আক্রমণ শানিয়েছেন তিনি৷ শাড়ির আচল দিয়ে মুছে নিয়েছেন মুখ৷ কিছুক্ষণ পর পর চশমা খুলে সরিয়ে দিয়েছেন বৃষ্টির জল৷ কিন্ত্ত কোনও কিছুই তাঁর বক্তৃতা থামাতে পারেনি৷ একের পর এক নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে৷ এনডিএ-র থেকে ইন্ডিয়া জোট বেশি ভোট পেয়েছে বলেও মন্তব্য করেন মমতা৷ তিনি বলেন, ‘বিজেপি হেরে গিয়েছে৷ এখন তো চমকে ধমকে ক্ষমতায় আছে৷ কিন্ত্ত আর বেশিদিন থাকবে না৷’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ এদিন এই মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেছেন সমাজবাদী দলের নেতা৷ অখিলেশের কথায় সম্মতি জানিয়ে মমতা বলেছেন, ‘এজেন্সি, নির্বাচন কমিশনের সাহায্যে দিল্লিতে যে সরকার ক্ষমতায় এসেছে সেটা স্থায়ী সরকার নয়৷’ উত্তরপ্রদেশে নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপির (নেতাদের) ইস্তফা দেওয়া উচিত বলে মনে করেন মমতা৷ অখিলেশের সাফল্যের জন্য ইউপির জনতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আজকে সবাই বাংলার প্রকল্প নকল করছে৷ আর কেউ কেউ নির্বাচনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যে কথা বলছে৷ কিন্ত্ত আমরা এটা করিনি আর করবও না৷’

উল্লেখ্য, ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে অনেক দিন ধরেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ নির্বাচনের আগে ১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরত দেওয়ার কর্মসূচি শুরু করেছিল তৃণমূল৷ এবার ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম পর্যায়ের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ এপ্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেছেন, ‘আমরা কথা দিলে কথা রাখি৷ লক্ষ্মীর ভাণ্ডার আর বিধবা ভাতা যেগুলো পড়ে আছে সেগুলো পুজোর পরে পেয়ে যাবেন৷’ পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আপোস না করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভয় না পেয়ে এগিয়ে চলার কথা বলেছেন তিনি৷