• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

কেদারনাথে ভূমিধসে মৃত্যু ৩ পুণ্যার্থীর 

রুদ্রপ্রয়াগ, ২১ জুলাই –  উত্তরাখণ্ডের কেদারনাথে ভূমিধসে মৃত্যু হল তিন জন পুণ্যার্থীর। গুরুতর জখম হন চার জন। রবিবার সকালে ঘটনাটি ঘটে  উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ ধামের গৌরীকুণ্ডের কাছে। স্থানীয় সূত্রে খবর, কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েক জন পুণ্যার্থী। রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি চলছে। ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাঁদের উপর আছড়ে পড়ে।

Advertisement

Advertisement