• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গেরুয়া ঝড় থামিয়ে জেএনইউ’তে বাম মুখ দুর্গাপুরের ঐশী

যে ক্যাম্পাস গেরুয়া ঝড়ের মুখে ধুয়েমুছে সাফ হয়ে গেছিল লাল, সেই ক্যাম্পাসে ফিনিক্স পাখির মতাে উত্থান হল বাম ছাত্রছাত্রীদের।

সাকেত মুন, ঐশী ঘোষ ও সতীশ যাদব। (File Photo: IANS)

যে ক্যাম্পাস গেরুয়া ঝড়ের মুখে ধুয়েমুছে সাফ হয়ে গেছিল লাল, সেই ক্যাম্পাসে ফিনিক্স পাখির মতাে উত্থান হল বাম ছাত্রছাত্রীদের। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র মাের্চার কাছে ধরাশায়ী সঙঘ পরিবারের ছত্রচ্ছায়া থাকা ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর দিল্লিতে বাম ছাত্রদের লড়াইয়ের অন্যতম মুখ বাংলার ঐশী ঘােষ।

শনিবার থেকেই ভােট গণনা শুরু হয়েছিল। প্রথম থেকেই সাধারণ সম্পাদক, সভাপতি, যুগ্ম সভাপতিসহ সব পদে এগােতে থাকে বামেরা। সভাপতি পদে এসএফআই’র হয়ে লড়েন দুর্গাপুরের ঐশী। উচ্চ মাধ্যমিকের পর দিল্লিরই একটি কলেজ স্নাতক পড়েন। তারপর স্নাতকোত্তর স্তরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভর্তি হন জেএনইউ’তে।

ইতিমধ্যেই তাঁর আগুনে বক্তৃতা এবং স্লোগান দেয়ার স্টাইল বামমহলে জনপ্রিয়তা কুড়িয়েছে। অনেকেই বলছেন, কানহাইয়া কুমারের উত্তরসুরী পেয়ে গিয়েছে জেএনইউ। এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, এটা স্পষ্ট হল শারীরিক আক্রমণ করে বাম আদর্শকে দমানাে যাবে না।

প্রেসিডেন্সির প্রাক্তনী ময়ূখ আরও বলেন, দেশের বহু জায়গায় বাম ছাত্রদের লড়তে দেয়া হচ্ছে না। বাংলায় তৃণমূল যা করছে, সারা দেশে বিজেপি তাই করছে। তবে ছাত্রছাত্রীরা যেখানে ভােট দেয়ার সুযােগ পাচ্ছেন, সেখানেই হারছে এবিভিপি। পণ্ডীচেরি থেকে জেএনইউ সর্বত্রই একই ছবি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঐশী (এসএফআই)। সহসভাপতি পদে জিতেছেন সিআরজেডি’র ঋষিরাজ যাদব। সাধারণ সম্পাদক পদে জিতেছেন বাম প্রার্থী সতীশ যাদব। যুগ্ম সম্পাদক পদেও জিতেছেন বামপ্রার্থী মহম্মদ দানিশ।