• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শ্রীলঙ্কা সফরে দল গঠন নিয়ে প্রশ্নের মুখে নির্বাচকরা

মুম্বই: শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে৷ কিন্ত্ত হার্দিক পাণ্ডিয়াকে দলের দায়িত্ব দেওয়া হল না কেন, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ আসলে কোচ গৌতম গম্ভীর হার্দিককে সরিয়ে দেওয়ার কথা বলেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া৷

মুম্বই: শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে৷ কিন্ত্ত হার্দিক পাণ্ডিয়াকে দলের দায়িত্ব দেওয়া হল না কেন, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে৷ আসলে কোচ গৌতম গম্ভীর হার্দিককে সরিয়ে দেওয়ার কথা বলেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া৷ আবার ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে তাহলে কি সূর্যকুমার যাদবকেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে?

হার্দিকের বিরুদ্ধে কথাও ওঠে তাঁর বার বার চোট পাওয়া৷ তাই চোটপ্রবণ ক্রিকেটার মাঝেমধ্যে সিরিজ থেকে বাদ পড়েন৷ সেই কারণেই হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি৷ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া৷ তাই নির্বাচকরা হার্দিককে বেছে বেছে বিভিন্ন খেলায় ব্যবহার করতে চান৷ সেই কারণেই অধিনায়ক হিসেবে তাঁর কথা এই মুহূর্তে ভাবা হয়নি৷

অন্য সূত্রে বলা হয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করলেও একদিনের ক্রিকেটে রাখা হয়নি আসলে সূর্যকুমার যাদব একদিনের ক্রিকেটে বার বার ব্যর্থ হয়েছেন৷ তবে এটা মনে রাখতে হবে, হার্দিক পাণ্ডিয়া শ্রীলঙ্কা সফরে অধিনায়ক না করা হলেও আগামী দিনে তিনি যে অধিনায়ক হতে পারবেন না, এমন ভাবনার কোনও কারণ নেই৷ আবার পরাগকে কেন নেওয়া হয়েছে? আসলে জিম্বাবোয়ে সফরে সেইভাবে রিয়ান পরাগ সেইভাবে নজরে আসেননি৷ কিন্ত্ত এখনই তাঁকে বাদ না রেখে নির্বাচকরা চাইছেন আরও একটু সুযোগ দিয়ে তাঁকে দেখে নেওয়া৷ সেই কারণেই দু’টি ফরম্যাটে রিয়ান পরাগকে রাখা হয়েছে৷

এদিকে রবীন্দ্র জাদেজাকে কেন বাদের তালিকায় রাখা হয়েছে, এই প্রশ্ন উঠেছে৷ বোর্ডের এক কর্মকর্তা জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত ও কোহলির মতো তিনিও আর খেলবেন না বলে জানিয়েছিলেন৷ কিন্ত্ত একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজা কেন থাকবেন না, তার উত্তরে বোর্ডের এক কর্মকর্তা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ছ’টি একদিনের ম্যাচ রয়েছে৷ তার মধ্যে শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি৷ সেই কারণে নির্বাচকরা চাইছেন তরুণ মুখ অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর কীরকম খেলেন, তা দেখে নিতে৷ তাই ভবিষ্যতের কথা ভেবেই রবীন্দ্র জাদেজার ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ গৌতম গম্ভীর হওয়ার পরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দল৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল সেখানে একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলবে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের খেলা দুই ক্রিকেটার এবার বাদের তালিকায় চলে গেলেন৷ তবে দলে এসেছেন নতুন ছয়জন খেলোয়াড়৷ বিশ্বকাপ জয়ী দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে শ্রীলঙ্কা সফরে ৯ জন জায়গা পেয়েছেন৷ এঁরা হলেন ওপেনার সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, আর্শদীপ সিংহ ও মহম্মদ সিরাজ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, নির্ভরযোগ্য ক্রিকেটার বিরাট কোহলি ও বোলার রবীন্দ্র জাদেজা জানিয়ে দিয়েছেন, তাঁরা আর সীমিত সংখ্যক ওভারের খেলায় অংশ নেবেন না৷

প্রথমে নতুন কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, প্রয়োজনে সিনিয়র ক্রিকেটারদের নেওয়ার কথা ভাবা হবে৷ তবে, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আগেই জানিয়ে দিয়েছেন, তাঁরা বিশ্রামে থাকবেন৷ তখন কোচ সিদ্ধান্ত নেন রোহিত শর্মাকে দলে থাকলে তাঁকেই নেতৃত্ব দেওয়া হবে৷ ঘোষিত দল থেকে যশপ্রীত বুমরাও বাদের তালিকায় রয়েছেন৷ আসলে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে৷ বাদের তালিকায় রয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল৷ তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে গেলেও যুজবেন্দ্র চাহাল কোনও ম্যাচই খেলেননি৷ তবে কুলদীপ যাদব টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছিলেন৷ বলতে দ্বিধা নেই বিশ্বকাপ জয়ের পিছনে কুলদীপের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে৷

তবুও তিনি দলে জায়গা পাননি৷ ভারতীয় দলের হয়ে আমেরিকায় গিয়েছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান৷ শেষ পর্যন্ত শুভমন গিল ও আবেশ খানকে আগেই দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল৷ এই চার খেলোয়াড়ই রিজার্ভে ছিলেন৷ এই চারজনের মধ্যে আবেশ খানকে দলে নেওয়া হয়নি৷ শুভমন গিলকে দলে রাখা হয়েছে এবং সহঅধিনায়ক হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন তিনি৷ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব৷ দলে নতুন এসেছেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই৷ এই তিন ক্রিকেটার জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ছিলেন৷