• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত করা হবে৷ মোহনবাগান ক্লাবের হয়ে তিনি দীর্ঘদিন কলকাতা ময়দানে ক্রিকেট খেলেছেন৷ তিনি যখন ভারতীয় দলে প্রথম খেলার সুযোগ পান, তখনও তিনি মোহন বাগানে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন৷ মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির সভায় সদস্যরা বৃহস্পতিবার একমত হয়ে

সৌরভ গাঙ্গুলি (File Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন হিসেবে সম্মানিত করা হবে৷ মোহনবাগান ক্লাবের হয়ে তিনি দীর্ঘদিন কলকাতা ময়দানে ক্রিকেট খেলেছেন৷ তিনি যখন ভারতীয় দলে প্রথম খেলার সুযোগ পান, তখনও তিনি মোহন বাগানে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেছেন৷ মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির সভায় সদস্যরা বৃহস্পতিবার একমত হয়ে মোহনবাগান রত্ন হিসেবে সৌরভ গাঙ্গুলিকে মনোনীত করেন৷ সাংবাদিক বৈঠকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, আমরাও গর্বিত হচ্ছি ভারতবর্ষে অন্যতম সেরা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে সম্মানিত করতে পারছি বলে৷

তিনি আরও বলেন, সৌরভ গাঙ্গুলি ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন৷ পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলিকে আহ্বান করলে পাশে পেয়েছি৷ গত বছরে ২১ ডিসেম্বর অমর একাদশে মূর্তি উন্মোচনের দিনও উপস্থিত ছিলেন৷ সৌরভের হাতে নতুন সদস্য কার্ড তুলে দেওয়া হয়েছে৷ এই দিন দীর্ঘ সময় ক্লাব তাঁবুতে কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন৷ এই সংবাদ পাওয়ার পরে তিনি নিজে বলেছেন, ২৯ জুলাই মোহনবাগান দিবসে আমি নিজের হাতে এই পুরস্কার নেব৷ গতবছর এই পুরস্কার পেয়েছিলেন ফুটবলার গৌতম সরকার৷ এবাদেও মোহনবাগান রত্নে সম্মানিত হয়েছেন শৈলেন মান্না থেকে ধীরেন দে, বদ্রু ব্যানার্জি থেকে সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা থেকে হকি খেলোয়াড় কেশব দত্ত ও গুরুবক্স সিং৷

মোহনবাগান দিবস মঞ্চে সৌরভ গাঙ্গুলি বাদেও জীবনকৃতী সম্মানে সম্মানিত হয়েছেন ১৯৩৯ সালের অধিনায়ক বিমল মুখার্জি৷ বিমল মুখার্জির পরিবারের হাতে মরণোত্তর এই পুরস্কার তুলে দেওয়া হয়৷ বর্ষসেরা ফুটবলার হিসেবে সম্মানিত হচ্ছেন দিমিত্রি পেত্রাতোস৷ সেরা ফরওয়ার্ড মনবীর সিং ও প্রতিভাবান ফুটবলার সুহেল ভাট পুরস্কৃত হচ্ছেন৷ এবারে নতুন একটি পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে৷ সেরা রেফারি হিসেবে প্রয়াত প্রতুল চক্রবর্তীর নামে এই সম্মান পাচ্ছেন বর্ষীয়ান রেফারি দিলীপ সেন৷ বর্ষসেরা ক্রীড়াসংগঠক হিসেবে সম্মানিত হবেন সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল৷ সৌরভ বাংলার ফুটবলের উন্নয়নে এবং যুব ফুটবলের প্রসারে তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন বলে জানানো হয়৷

সৌরভ পাল নিজেও এই সম্মানের কথা জানতে পেরে বলেন, আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিল৷ এ বাদেও সম্মানিত হচ্ছেন অভিলিন ঘোষ (ক্রিকেটার), দেবাশিস দত্ত (সাংবাদিক), করুণাময় মাহাত (অ্যাথলিট), সৌরভ পাশিন (হকি), বাপি মাজি ও অজয় পাসোয়ান (সেরা সমর্থক)৷ সচিব দেবাশিস দত্ত জানান, মোহনবাগান দিবসের সূচনা করা হবে অমর একাদশের মূর্তিতে মাল্যদান করে৷ তারপরে ক্লাব পতাকা উত্তোলন করা এবং প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ প্রদর্শনী ফুটবলম ম্যাচে মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলাররা অংশ নেবেন৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও ফুটবল সচিব স্বপন ব্যানার্জি৷